Cyclone Midhili Forecast: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’! আর মাত্র ২৪ ঘণ্টা...রাত পেরলেই শুরু তাণ্ডব
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
মঙ্গলবার বিকেল থেকেই হাওয়া বদলাতে শুরু করেছিল। বৃহস্পতি ও শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাসও ছিল আগে থেকেই৷ আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী চব্বিশ ঘণ্টায় রাজ্যের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে।
নিম্নচাপের পূর্বাভাস ছিলই৷ কিন্তু, নিম্নচাপের ঘূর্ণাবর্ত যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বৃহস্পতিবার বিকেলেই তা স্পষ্ট করে দিল আলিপুর আবহাওয়া দফতর৷ কতটা তীব্র হতে চলেছে এই ঘূর্ণিঝড়? পশ্চিমবঙ্গের উপরেই বা এর কতখানি প্রভাব পড়বে? সে সমস্তই সর্বশেষ ওয়েদার বুলেটিনে স্পষ্ট করে দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস।
advertisement
advertisement
মঙ্গলবার বিকেল থেকেই হাওয়া বদলাতে শুরু করেছিল। বৃহস্পতি ও শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাসও ছিল আগে থেকেই৷ আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী চব্বিশ ঘণ্টায় রাজ্যের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থাকায় বিশেষ ভাবে সাবধান করা হয়েছে সাগরের মৎস্যজীবীদের। ১৫ নভেম্বরে বিকেলের মধ্যে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ থেকে ১৮ নভেম্বর মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।
advertisement
বৃহস্পতিবার বিকেলে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে রাজ্যের উপকূলের জেলাগুলিতে। এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়।
advertisement
শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলার কিছু অংশে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া, মুর্শিদাবাদ জেলায়।
advertisement
শনিবারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। এখনও পর্যন্ত ঝড়ের পূর্বাভাস যা জানাচ্ছে তাতে পশ্চিমবঙ্গে এর তেমন বেশি প্রভাব পড়বে না। উপকূলের ৩ জেলায় দুর্যোগের আশঙ্কা আছে। তবে বেশি প্রভাব পড়বে সুন্দরবনে। 'হামুনের' মতো ঘূর্ণিঝড় 'মিধিলি'ও বাংলাদেশের দিকেই এগোবে। আইএমডি জানিয়েছে, শনিবার ভোররাতে মংলা-খেপুপাড়া উপকূল হয়ে বাংলাদেশের স্থলভাগে ঢুকবে ঘূর্ণিঝড়।