এই পরিস্থিতিতে পড়ুয়াদের সুরক্ষার বিষয়টি বেশি করে নজরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই ১২ বছরের উর্ধ্বে শিশুদের করোনা টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে দেশে। চলছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। কোউইন অ্যাপে চলছে রেজিস্ট্রেশনও। প্রয়োজনে কোনও স্কুল চাইলে সেই সমস্ত স্কুলকে কলকাতা পুরসভার পক্ষ থেকে টিকা পৌঁছে দেওয়া হবে। টিকাকেন্দ্র গিয়ে রেজিস্ট্রেশন করে টিকা নেওয়ার ব্যবস্থাও থাকছে।