হোম » ছবি » কলকাতা » অষ্টমীতে রাজ্যের করোনা-পরিস্থিতির কী হাল? সংখ্যা থেকেই মিলছে বিপদের গন্ধ!

Covid Update in Bengal: অষ্টমীতে রাজ্যের করোনা-পরিস্থিতির কী হাল? সংখ্যা থেকেই মিলছে বিপদের গন্ধ!

  • Bangla Digital Desk

  • 15

    Covid Update in Bengal: অষ্টমীতে রাজ্যের করোনা-পরিস্থিতির কী হাল? সংখ্যা থেকেই মিলছে বিপদের গন্ধ!

    উৎসবে মেতেছে আপামর বাঙালি। করোনার দ্বিতীয় ঢেউ পেরোনোর পর এবারের দুর্গাপুজো যেন বাঙালির কাছে হাফ ছেড়ে বাঁচার রসদ। আর সেই সূত্রেই ফের মাথাচাড়া দিয়েছে করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা। পুজোয় বেলাগাম ভিড় সেই আশঙ্কা ক্রমশই বাড়ছে। যা আরও বোঝা যাচ্ছে রাজ্যের করোনা বুলেটিনে।

    MORE
    GALLERIES

  • 25

    Covid Update in Bengal: অষ্টমীতে রাজ্যের করোনা-পরিস্থিতির কী হাল? সংখ্যা থেকেই মিলছে বিপদের গন্ধ!

    বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সপ্তমী থেকে অষ্টমী-এই ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭১ জন। এই সময়ের মধ্যে করোনার কারণে মৃত্যু হয়েছে ১১ জনের। তবে, এরই মধ্যে আশঙ্কার চিত্র দেখা দিয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনাকে ঘিরে।

    MORE
    GALLERIES

  • 35

    Covid Update in Bengal: অষ্টমীতে রাজ্যের করোনা-পরিস্থিতির কী হাল? সংখ্যা থেকেই মিলছে বিপদের গন্ধ!

    গত ২৪ ঘণ্টায় শুধু কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ২০৩ জন। অষ্টমীর দিন যা মোটেই ভালো বার্তা বয়ে আনছে না রাজ্যের জন্যে। অপরদিকে, উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১২৮ জন।

    MORE
    GALLERIES

  • 45

    Covid Update in Bengal: অষ্টমীতে রাজ্যের করোনা-পরিস্থিতির কী হাল? সংখ্যা থেকেই মিলছে বিপদের গন্ধ!

    কলকাতায় আবার এই সময়ের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। উত্তর ২৪ পরগনায় সেই সংখ্যাটা চার। বাকি জেলাগুলিতেও ধীরে-ধীরে বাড়ছে সংক্রমণ। ফলে পুজোর পর রাজ্যের করোনা-গ্রাফের কী পরিস্থিতি দাঁড়ায়, সেদিকেই তাকিয়ে বিশেষজ্ঞরা।

    MORE
    GALLERIES

  • 55

    Covid Update in Bengal: অষ্টমীতে রাজ্যের করোনা-পরিস্থিতির কী হাল? সংখ্যা থেকেই মিলছে বিপদের গন্ধ!

    এদিকে, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮২৩ জন। আর মৃত্যুর সংখ্যা ২২৬। এই সময়কালের মধ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২২ হাজার ৮৪৪ জন।

    MORE
    GALLERIES