আরও ২৪ ঘণ্টা জাঁকিয়ে শীত ! আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কত ? জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে শৈত্যপ্রবাহ আজও জারি থাকবে। শীতল দিনের পরিস্থিতি মালদহ ও দুই দিনাজপুরে। কলকাতায় আজ, রবিবারও স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি নিচে পারদ।
advertisement
বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে শৈত্যপ্রবাহ আজও জারি থাকবে। শীতল দিনের পরিস্থিতি মালদহ ও দুই দিনাজপুরে। কলকাতায় আজ, রবিবারও স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি নিচে পারদ। সকালে সামান্য কুয়াশা সারাদিন পরিষ্কার আকাশ। সোমবার একই রকম আবহাওয়া থাকবে। মঙ্গলবার থেকে পারদ ঊর্ধ্বমুখী। আবহাওয়ার পরিবর্তন। ক্রমশ মেঘলা আকাশ হবে রাজ্যে। Representational Image
advertisement
বুধবার পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টি শুরু রাজ্যে। বছরের শুরুর দিনেই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। পরদিন বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি। পশ্চিমের জেলা কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবারও হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা গতকাল, শনিবার ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯৭ শতাংশ। Representational Image
advertisement
আজ, রবিবারও শৈত্যপ্রবাহের সর্তকতা উত্তর উত্তর-পশ্চিমে রাজ্যগুলিতে। পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তর প্রদেশ, বিহার এবং রাজস্থানে শৈত্যপ্রবাহ চলবে। শীতল উত্তর-পশ্চিম হাওয়া বইছে উত্তর উত্তর-পশ্চিমে রাজ্যগুলিতে। তার জেরে আরও ২৪ ঘণ্টা শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে এই রাজ্যগুলিতে। Representational Image
advertisement
সকালে ঘন কুয়াশা থাকবে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, ইউপি, মধ্যপ্রদেশ, ওড়িশাতে। সোমবার থেকে কুয়াশার দাপট কিছুটা কমবে। সোমবার জম্বু কাশ্মীরে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। ঝঞ্ঝার প্রভাবে পরদিনই বৃষ্টি শুরু হবে মধ্য ভারতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলা বৃষ্টির পূর্বাভাস মধ্যপ্রদেশ, বিদর্ভ, মারাঠাওয়াড়া ও ছত্তিশগঢ়ে। বছরের শুরুর দিন বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলা বৃষ্টি হবে মধ্যপ্রদেশ ছত্তিশগঢ়, ঝাড়খন্ড, পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশ ও রাজস্থানের পূর্ব অংশে। Representational Image
advertisement
পশ্চিমবঙ্গের মঙ্গলবারের পর আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা। মেঘলা আকাশ হবে বুধবার থেকেই। বছরের শুরুর দিন বুধবার পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা। ওই দিন বিকেলের পর হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলির কোনও কোনও অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস। মেঘলা আকাশ থাকার পাশাপাশি হালকা বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। Representational Image
advertisement