Yellow Taxi: বছর শেষে সান্তাক্লজের কাছে বাঁচার আর্তি কলকাতা তিলোত্তমার ঐতিহ্যের হলুদ ট্যাক্সির, বিমানবন্দরে যা হল

Last Updated:
Yellow Taxi: বছর শেষে সান্তাক্লজের কাছে বাঁচার আর্তি কলকাতা তিলোত্তমার ঐতিহ্যের হলুদ ট্যাক্সির, এদিন বিমানবন্দরে যা হল
1/6
বছর শেষে সান্তাক্লজের কাছে করুণ আর্তি
বছর শেষে সান্তাক্লজের কাছে করুণ আর্তি "আমাদের মেরো না, আমরা বাঁচতে চাই।" প্রাচীন কাল থেকেই কলকাতা তিলোত্তমার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে হলুদ ট্যাক্সিতে যাত্রী পরিষেবার ইতিহাস
advertisement
2/6
হলুদ ট্যাক্সিতে কলকাতার ঐতিহ্যের সেই আইডেন্টিটি হারাতে চলেছে। হলুদ ট্যাক্সি বাতিলের নির্দেশ ঘিরে, এবার অভিনব উপায়ে পথে নামতে দেখা গেল হলুদ ট্যাক্সিচালক সংগঠনকে
হলুদ ট্যাক্সিতে কলকাতার ঐতিহ্যের সেই আইডেন্টিটি হারাতে চলেছে। হলুদ ট্যাক্সি বাতিলের নির্দেশ ঘিরে, এবার অভিনব উপায়ে পথে নামতে দেখা গেল হলুদ ট্যাক্সিচালক সংগঠনকে
advertisement
3/6
এদিন একশ বছর অতিক্রম করা কলকাতা বিমানবন্দরের ৫ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে কংগ্রেস সেবা দলের তরফ থেকে হলুদ ট্যাক্সি বাঁচানোর দাবি জানানো হল
এদিন একশ বছর অতিক্রম করা কলকাতা বিমানবন্দরের ৫ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে কংগ্রেস সেবা দলের তরফ থেকে হলুদ ট্যাক্সি বাঁচানোর দাবি জানানো হল
advertisement
4/6
পাশাপাশি হলুদ ট্যাক্সিকে কলকাতা শহরের ঐতিহ্য অর্থাৎ হেরিটেজ ভেইকেল তকমা দেওয়ারও দাবি জানানো হয় চালকদের তরফে। যাতে ১৫ বছরের অধিক পুরনো গাড়িগুলির ইঞ্জিন বদলে নতুন ইঞ্জিন বসিয়ে আবারও প্রায় দশ বছর আয়ু বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়
পাশাপাশি হলুদ ট্যাক্সিকে কলকাতা শহরের ঐতিহ্য অর্থাৎ হেরিটেজ ভেইকেল তকমা দেওয়ারও দাবি জানানো হয় চালকদের তরফে। যাতে ১৫ বছরের অধিক পুরনো গাড়িগুলির ইঞ্জিন বদলে নতুন ইঞ্জিন বসিয়ে আবারও প্রায় দশ বছর আয়ু বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়
advertisement
5/6
এদিন আইএনটিইউসির সেবা দলের তরফে রীতিমতো সান্তাক্লজ সেজে প্লেকার্ড হাতে এই অভিনব বিক্ষোভ কর্মসূচির পর পরিবহন দফতর থেকে শুরু করে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তারা চিঠি দেবেন বলেন জানান
এদিন আইএনটিইউসির সেবা দলের তরফে রীতিমতো সান্তাক্লজ সেজে প্লেকার্ড হাতে এই অভিনব বিক্ষোভ কর্মসূচির পর পরিবহন দফতর থেকে শুরু করে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তারা চিঠি দেবেন বলেন জানান
advertisement
6/6
এয়ারপোর্টে এমন অভিনব বিক্ষোভ দেখে রীতিমতো দাঁড়িয়ে যান বিমান যাত্রীরা থেকে সাধারণ মানুষজনও। তবে কলকাতার ঐতিহ্যের হলুদ ট্যাক্সি আবারও প্রাণ ফিরে পায় কিনা তা অবশ্য সময় বলবে
এয়ারপোর্টে এমন অভিনব বিক্ষোভ দেখে রীতিমতো দাঁড়িয়ে যান বিমান যাত্রীরা থেকে সাধারণ মানুষজনও। তবে কলকাতার ঐতিহ্যের হলুদ ট্যাক্সি আবারও প্রাণ ফিরে পায় কিনা তা অবশ্য সময় বলবে
advertisement
advertisement
advertisement