Chingrighata Traffic Block: ৭৫ দিন চিংড়িঘাটায় ট্রাফিক ব্লক, কলকাতা মেট্রোর 'ফাইনাল' কাজ শুরু! কোন পথে গাড়ি ঘুরে যাবে? জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Chingrighata Traffic Block: কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের সর্বশেষ ধাপের কাজের জন্য কাজ শুরু হবে। তার ফলে আগামী ৭৫ দিন চিংড়িঘাটা মোড়ে 'ট্রাফিক ব্লক' থাকবে।
advertisement
advertisement
কলকাতা মেট্রো রেলের তরফে বুধবার ট্যুইট করে জানানো হয়েছে, কলকাতা পুলিশের ট্রাফিকের তরফে RVNL-কে অনুমতি দেওয়া হয়েছে নিউ গড়িয়া-সল্টলেক সেক্টর ফাইভ অংশের ৩১৯ নম্বর স্তম্ভ (ওই অংশের একমাত্র সেই মেট্রো স্তম্ভ নির্মাণের কাজ বাকি) নির্মাণের জন্য চিংড়িঘাটা ক্রসিং ব্লক রাখার জন্য। অরেঞ্জ লাইনের মেট্রোর কাজের জন্য আগামী ৭৫ দিন ট্রাফিক ব্লক থাকবে। ২৮ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম শুরু হবে। দয়া করে আপনারা সকলেই ট্রাফিকের নতুন নিয়ম মেনে চলুন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement