Calcutta High Court: ভোটের কাজে BLO কারা? বিতর্কের মধ্যেই স্পষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট! কারা যাবেন ভোটের কাজে?

Last Updated:
Calcutta High Court: নির্বাচন কমিশনের আইনজীবী সৌম্য মজুমদার বলেন, 'স্কুলে পড়ুয়া না থাকলে সেই স্কুল টিচারদের কমিশন ব্যবহার করবে।'
1/5
কলকাতা: ভোটের কাজে BLO কারা? নির্দিষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ৪ অক্টোবর ২০২২-এর নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কাজ বন্টন করতে হবে BLO-দের।
কলকাতা: ভোটের কাজে BLO কারা? নির্দিষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ৪ অক্টোবর ২০২২-এর নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কাজ বন্টন করতে হবে BLO-দের।
advertisement
2/5
প্রাথমিক শিক্ষকদের BLO-র কাজ দিতে হবে ছুটির দিন, ননটিচিং সময়ে। সবথেকে কম কর্মী হিসেবে প্রাথমিক শিক্ষকদের BLO পদে নিযুক্তকরণ। পর্যবেক্ষণে জানালেন বিচারপতি অমৃতা সিনহা।
প্রাথমিক শিক্ষকদের BLO-র কাজ দিতে হবে ছুটির দিন, ননটিচিং সময়ে। সবথেকে কম কর্মী হিসেবে প্রাথমিক শিক্ষকদের BLO পদে নিযুক্তকরণ। পর্যবেক্ষণে জানালেন বিচারপতি অমৃতা সিনহা।
advertisement
3/5
নির্বাচন কমিশনের আইনজীবী সৌম্য মজুমদার বলেন, 'স্কুলে পড়ুয়া না থাকলে সেই স্কুল টিচারদের কমিশন ব্যবহার করবে।'
নির্বাচন কমিশনের আইনজীবী সৌম্য মজুমদার বলেন, 'স্কুলে পড়ুয়া না থাকলে সেই স্কুল টিচারদের কমিশন ব্যবহার করবে।'
advertisement
4/5
বিচারপতি অমৃতা সিনহা এরপর বলেন, 'ভোটের কাজ বন্টন হোক, তারপর এই বিষয়ে বিবেচনা করা যাবে। আপাতত ছুটির দিন BLO হিসেবে ট্রেনিংয়ের কাজ করানো যেতে পারে।'
বিচারপতি অমৃতা সিনহা এরপর বলেন, 'ভোটের কাজ বন্টন হোক, তারপর এই বিষয়ে বিবেচনা করা যাবে। আপাতত ছুটির দিন BLO হিসেবে ট্রেনিংয়ের কাজ করানো যেতে পারে।'
advertisement
5/5
কল্পবিশ্ব চক্রবর্তী সহ প্রাথমিক শিক্ষকদের করা মামলায় নির্দেশ ও পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার। গাইডলাইন মেনে কাজ হচ্ছে না বলে অভিযোগ তুলে মামলা হয়। সেই মামলাতেই এহেন পর্যবেক্ষণ অমৃতা সিনহার।
কল্পবিশ্ব চক্রবর্তী সহ প্রাথমিক শিক্ষকদের করা মামলায় নির্দেশ ও পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার। গাইডলাইন মেনে কাজ হচ্ছে না বলে অভিযোগ তুলে মামলা হয়। সেই মামলাতেই এহেন পর্যবেক্ষণ অমৃতা সিনহার।
advertisement
advertisement
advertisement