Buddhadeb Bhattyacharya Room: আড়াই ফুট/ছ'ফুটের এয়ার বেড, HMV 'ক্যারাভান', বই আর বই! বুদ্ধবাবুর ঘর জুড়ে রইল যারা...! বাঙালির জীবনে আজ 'তেইশে শ্রাবণ'
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Buddhadeb Bhattyacharya Room:সবমিলিয়ে এক অন্যন্য বৈচিত্রময় আধুনিক বামমনস্কতা.. এই ছিলেন তিনি.. এমনই ছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। যাঁর প্রয়াণে বাঙালির ক্যালেন্ডারে জুড়ে গেল মনে রাখার মতো, স্মৃতিসুধায় ভিজে থাকার মতো আরও একটি নতুন 'তারিখ'। তেইশে শ্রাবণ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আর ছিল বই। দৃষ্টি শক্তি দুর্বল হলেও বইয়ের সঙ্গে বন্ধুত্ব অটুট ছিল শেষ সময় পর্যন্ত। মায়াকোভোস্কি, দস্তভয়স্কি, লিও তলস্তয়--লম্বা তালিকা। স্প্যানিশ লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ় বুদ্ধদেবের অন্যতম প্রিয় ছিলেন। নোবেলজয়ী মার্কেজ়ের বিখ্যাত উপন্যাস ‘নো ওয়ান রাইট্স টু দ্য কর্নেল' বা 'কর্নেলকে কেউ চিঠি লেখে না' ছিল প্রিয় বইগুলির মধ্যে অন্যতম।
advertisement
ওরহান পামুকের 'দ্য মিউজিয়াম অফ ইনোসেন্স', 'মাই নেম ইজ রেড'-এর মতো বই ছিল তাঁর পছন্দের তালিকায়। বাংলা সাহিত্যের একনিষ্ট ভক্ত ছিলেন বুদ্ধবাবু। মানিক বন্দ্যোপাধ্যায় থেকে সুনীল গঙ্গোপাধ্যায় বইয়ের তাকে কে নেই! বাংলাদেশের আখতারুজ্জামান ইলিয়াস, শামসুর রহমানের কবিতা পড়তেন নিয়মিত। শেষদিকে পড়ে দিতেন তাঁর সঙ্গীরা। সমসাময়িক ঘটনাবলী সম্পর্কে সবসময় থাকতেন ওয়াকিবহাল।
advertisement
advertisement









