Buddhadeb Bhattacharjee Death: ‘মাস্টারমশাইয়ের মহাপ্রয়াণ’, প্রথম মাসে বেতন ১১৩ টাকা! এই স্কুলেরই শিক্ষক ছিলেন বুদ্ধদেব, জানেন কোন বিষয় পড়াতেন তিনি?
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Buddhadeb Bhattacharjee Death: বছর কয়েকের শিক্ষক জীবনে ছাত্রদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এখন যেখানে প্রধান শিক্ষকের রুম, সেই সময় সেটি ছিল শিক্ষক রুম বা স্টাফ রুম। সেই ঘরেই মিলল বুদ্ধবাবুর স্মৃতি বিজড়িত সরকারি মাইনে তোলার রেজিস্ট্রার।
বছর খানেক আগেই বাংলা সাহিত্যে প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েছেন। সঙ্গে চলছে রাজনীতি। এর মধ্য দিয়েই এল ১৯৬৮। মার্চ মাস বাংলা শিক্ষক হিসেবে সরকারি চাকরি পেলেন তিনি। দমদম শেঠ বাগান আদর্শ বিদ্যামন্দির। সাদা ধুতি ও পাঞ্জাবি পরে এক তরতাজা যুবক এলেন বাংলা পড়াতে।
advertisement
বছর কয়েকের শিক্ষক জীবনে ছাত্রদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ তিনি প্রয়াত। এমন দিনে ভারাক্রান্ত আদর্শ বিদ্যামন্দিরের ক্লাস রুম। এখন যেখানে প্রধান শিক্ষকের রুম, সেই সময় সেটি ছিল শিক্ষক রুম বা স্টাফ রুম। সেই ঘরেই মিলল বুদ্ধবাবুর স্মৃতি বিজড়িত সরকারি মাইনে তোলার রেজিস্ট্রার।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement








