টোটোকে শৃঙ্খলায় আনতে বড় পদক্ষেপ রাজ্যের! এই নিয়মগুলো না মানলে রাস্তাতেই নামতে দেওয়া হবে না কোনও টোটো! জেনে নিন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
গোটা রাজ্যে মোট কত লক্ষ টোটো চলে সেই সংখ্যা পরিবহণ দফতরের কাছে নেই। কিন্তু, অপরদিকে, লক্ষ লক্ষ মানুষের জীবিকা চলে এই টোটোর উপর নির্ভর করে, তাই এই টোটো সম্পূর্ণ বন্ধ করতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু, এই টোটো যাতে সাধারণ মানুষের জীবনে কোনও অসুবিধার সৃষ্টি না হয় সেইদিকও দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে জানা গিয়েছে, পরিবহণ দফতর সূত্রে খবর, এই টোটোর ফলে বিভিন্ন রাস্তাতেই মারাত্মক যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে, বিভিন্ন নাগরিকদের সীমাহীন অসুবিধা হচ্ছে।
রাজ্যের বিভিন্ন সড়কে অন্যতম পরিবহণ মাধ্যম হয়ে উঠছে টোটো। এবার সেই টোটোর বিষয়ে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। গোটা রাজ্যে টোটো চললেও সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য নেই রাজ্য পরিবহণ দফতরের কাছে। তাই রাজ্যের সমস্ত টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
গোটা রাজ্যে মোট কত লক্ষ টোটো চলে সেই সংখ্যা পরিবহণ দফতরের কাছে নেই। কিন্তু, অপরদিকে, লক্ষ লক্ষ মানুষের জীবিকা চলে এই টোটোর উপর নির্ভর করে, তাই এই টোটো সম্পূর্ণ বন্ধ করতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু, এই টোটো যাতে সাধারণ মানুষের জীবনে কোনও অসুবিধার সৃষ্টি না হয় সেইদিকও দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে জানা গিয়েছে, পরিবহণ দফতর সূত্রে খবর, এই টোটোর ফলে বিভিন্ন রাস্তাতেই মারাত্মক যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে, বিভিন্ন নাগরিকদের সীমাহীন অসুবিধা হচ্ছে।
advertisement
টোটোকে শৃঙ্খলার মধ্যে আনার কাজ শুরু হল। পরিবহণ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কিউ আর কোড দেওয়া স্টিকার লাগানো হবে টোটোর গায়ে। চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটো চলার রাস্তা বেছে দেওয়া হবে।
advertisement
পুলিশ পরিবহণ দফতর এবং ইউনিয়ন মিলে ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের মধ্যে ডেডলাইনের ঠিক করা হয়েছে। এই চিহ্নিতকরণের প্রক্রিয়া শেষ করতে হবে বলে। প্রক্রিয়াটি অনলাইনের পাশাপশি কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা যাবে।
advertisement
রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আর কোনো টোটোকে রাজ্যের কোথাও রাস্তায় নামার অনুমতি দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রশন করানো বাধ্যতামূলক। যারা করবেন না তাদের টোটো রাস্তায় চলতে দেওয়া হবে না।
advertisement
১০০০ টাকা দিয়ে রেজিস্ট্রশন। ৬ মাস পর থেকে প্রতি মাসে ১০০ টাকা অর্থাৎ ১২ মাসে ১২০০ টাকা দিতে হবে। তাদের বিমার আওতায় আনা হবে।
advertisement
সব টোটোর রেজিস্ট্রেশন নম্বর পেয়ে গেলে ভবিষ্যতে রাস্তায় জোড় নম্বর এবং বিজোড় নম্বরে টোটোকে পরিবর্তিত দিনে রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে পরিবহন দফতরের। ২০২৬ সালের জানুয়ারি মাসেই এই বিধি বলবৎ করার চিন্তাভাবনা। এই কাজের দায়িত্ব সংশ্লিষ্ট পুরসভা এবং স্থানীয় থানার পুলিশের ওপর বর্তাবে।
advertisement