West Bengal Weather Today: আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, নিচু এলাকা প্লাবনের আশঙ্কা, দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে ?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Weather Update Today: আগামিকাল থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সর্তকতা নেই। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। তাপমাত্রা বাড়ার পাশাপাশি আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে।
advertisement
উত্তর-পশ্চিম ভারতে ধীরে ধীরে শুরু হবে শুষ্ক আবহাওয়া। পরিস্থিতি অনুকূল ৷ আবহাওয়াবিদরা মনে করছেন ৬ অক্টোবর, বুধবার উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। পশ্চিম রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশের কিছু অংশে এই বিদায় পর্ব শুরু হবে। Representational Image
advertisement
ঘূর্ণিঝড় ‘শাহিন’ এখন গাল্ফ অফ ওমানে অবস্থান করছে ৷ এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ওমান উপকূলের দিকে। সোমবার এটি ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে আছড়ে পড়ার সম্ভাবনা সে দেশে। ভারতীয় উপকূল থেকে এটি দূরে থাকায় এর কোনও প্রভাব পড়বে না ভারতে। পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় রয়েছে নিম্নচাপ। এর সঙ্গে একটি ঘূর্ণাবর্ত তৈরি রয়েছে। এই নিম্নচাপ থেকে একটি অক্ষরেখা গিয়েছে উত্তর ওড়িশা পর্যন্ত। দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এটি তামিলনাডু উপকূল পর্যন্ত বিস্তৃত। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা কর্ণাটক উপকূল পর্যন্ত বিস্তৃত। নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে আরব সাগরের কেরল উপকূলে। দু’দিনে এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। Representational Image
advertisement
আজ, সোমবারও ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পং জেলায়। আগামিকাল, মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সর্তকতা নেই। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। তাপমাত্রা বাড়বে সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি। Representational Image
advertisement
কলকাতায় আজ, সোমবার আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি উপরে। আগামী কয়েকদিন বৃষ্টি হবে বিহার উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি-তে। অসম ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে তামিলনাডু, কেরল, লাক্ষাদ্বীপ, কর্ণাটক, কোঙ্কন, গোয়া ও মহারাষ্ট্রে। Representational Image







