Sovan Chatterjee-Baishakhi Banerjee: 'ও তোর মেয়ে', তারপর শোভন...! মহুলের জন্মদিনের পোস্টে আচমকা কেন এমন লিখলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়?

Last Updated:
Sovan Chatterjee-Baishakhi Banerjee: জন্মের পরেই প্রাক্তন স্বামী মনোজিৎ বলেছিল 'ও তোর মেয়ে'। মহুলের জন্মদিনের নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
1/11
*জন্মের পরেই প্রাক্তন স্বামী মনোজিৎ বলেছিল 'ও তোর মেয়ে'। মহুলের জন্মদিনের নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মহুলের ভূমিষ্ট হওয়ার দিনের অম্লমধুর অভিজ্ঞতা লিখলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ছবিঃ ফেসবুক। 
*জন্মের পরেই প্রাক্তন স্বামী মনোজিৎ বলেছিল 'ও তোর মেয়ে'। মহুলের জন্মদিনের নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মহুলের ভূমিষ্ট হওয়ার দিনের অম্লমধুর অভিজ্ঞতা লিখলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ছবিঃ ফেসবুক। 
advertisement
2/11
*১ নভেম্বর বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের একমাত্র সন্তান মহুলের জন্মদিন। মেয়ের জন্মদিন স্পেশ্যাল করে রাখতে কোনও ত্রুটি রাখেননি মা এবং মহুলের 'দুষ্টু' কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ছবিঃ ফেসবুক। 
*১ নভেম্বর বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের একমাত্র সন্তান মহুলের জন্মদিন। মেয়ের জন্মদিন স্পেশ্যাল করে রাখতে কোনও ত্রুটি রাখেননি মা এবং মহুলের 'দুষ্টু' কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ছবিঃ ফেসবুক। 
advertisement
3/11
*মধ্যরাতে কেক কাটা দিয়ে শুরু হয়েছিল সেলিব্রেশন, তা চলেছে দিনভর। এক নয়, একাধিক কেক কেটেছে ছোট্ট মহুল। মা, দুষ্টু ছাড়াও এ দিন তাঁর কাছে ছিল দিদা এবং পরিবারের আরও কিছু মানুষ। ছবিঃ ফেসবুক। 
*মধ্যরাতে কেক কাটা দিয়ে শুরু হয়েছিল সেলিব্রেশন, তা চলেছে দিনভর। এক নয়, একাধিক কেক কেটেছে ছোট্ট মহুল। মা, দুষ্টু ছাড়াও এ দিন তাঁর কাছে ছিল দিদা এবং পরিবারের আরও কিছু মানুষ। ছবিঃ ফেসবুক। 
advertisement
4/11
*মধ্যরাতে কেক কেটে শুরু হয়েছিল মহুলের জন্মদিনের উদযাপন। মা, দুষ্টু এবং দিদার পাশাপাশি বাড়িতে সর্বক্ষণ যাঁদের সঙ্গে কাটে তার, সকলকে এ দিন সে কেক খাইয়ে দিয়েছে নিজে হাতে। বাঁধভাঙা আনন্দে কেকের ক্রিমও মাখিয়ে দিয়েছে সকলের গালে, নাকে। খুশির সেই মেজাজ লেন্সবন্দি হয়েছে। ছবিঃ ফেসবুক। 
*মধ্যরাতে কেক কেটে শুরু হয়েছিল মহুলের জন্মদিনের উদযাপন। মা, দুষ্টু এবং দিদার পাশাপাশি বাড়িতে সর্বক্ষণ যাঁদের সঙ্গে কাটে তার, সকলকে এ দিন সে কেক খাইয়ে দিয়েছে নিজে হাতে। বাঁধভাঙা আনন্দে কেকের ক্রিমও মাখিয়ে দিয়েছে সকলের গালে, নাকে। খুশির সেই মেজাজ লেন্সবন্দি হয়েছে। ছবিঃ ফেসবুক। 
advertisement
5/11
*অন্যান্য দিনের মতোই এ দিনও মা-মেয়ে এবং শোভন চট্টোপাধ্যায়ের পরনে ছিল একই রঙের পোশাক। মেয়ের জন্মদিনের রাতের থিম কালার পিঙ্ক। ছোট্ট মহুল সেজেছিল গোলাপি গাউনে। জন্মদিনের উপহার হিসেবে মা-মেয়ের হাতে পরিয়ে দিয়েছেন সোনার গয়না। ছবিঃ ফেসবুক। 
*অন্যান্য দিনের মতোই এ দিনও মা-মেয়ে এবং শোভন চট্টোপাধ্যায়ের পরনে ছিল একই রঙের পোশাক। মেয়ের জন্মদিনের রাতের থিম কালার পিঙ্ক। ছোট্ট মহুল সেজেছিল গোলাপি গাউনে। জন্মদিনের উপহার হিসেবে মা-মেয়ের হাতে পরিয়ে দিয়েছেন সোনার গয়না। ছবিঃ ফেসবুক। 
advertisement
6/11
*পরের দিনেও দেখা গিয়েছে তাঁদের একই রঙের পোশাক পরতে। এ দিনের থিম কালার ছিল পান্না সবুজ। সেদিনও পরিবারের সকলের সঙ্গে ছিল ছোট্ট মহুল। একাধিক কেক কেটেছে দিনভর। ছবিতে দেখা গিয়েছে টেডি বিয়ার, ফুল, চকোলেট নানা উপহার পেয়ে ঝলমল করছে তার মুখ। ছবিঃ ফেসবুক। 
*পরের দিনেও দেখা গিয়েছে তাঁদের একই রঙের পোশাক পরতে। এ দিনের থিম কালার ছিল পান্না সবুজ। সেদিনও পরিবারের সকলের সঙ্গে ছিল ছোট্ট মহুল। একাধিক কেক কেটেছে দিনভর। ছবিতে দেখা গিয়েছে টেডি বিয়ার, ফুল, চকোলেট নানা উপহার পেয়ে ঝলমল করছে তার মুখ। ছবিঃ ফেসবুক। 
advertisement
7/11
*যে কোনও বাবা-মায়ের কাছেই তাঁর সন্তানের জন্মদিন সব সময়ই স্পেশ্যাল। সকলেই সাধ্যমতো সেই দিনটিতে সন্তানকে সবটুকু উজাড় করে দিতে চান। মহুলের ক্ষেত্রেও তার  ব্যতিক্রম হয়নি। তবে সোশ্যাল মিডিয়া পোস্টে আবেগতাড়িত হয়ে পড়েন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। লিখেছেন মহুলের জন্মের সময়ের কিছু  অভিজ্ঞতার কথা। ছবিঃ ফেসবুক। 
*যে কোনও বাবা-মায়ের কাছেই তাঁর সন্তানের জন্মদিন সব সময়ই স্পেশ্যাল। সকলেই সাধ্যমতো সেই দিনটিতে সন্তানকে সবটুকু উজাড় করে দিতে চান। মহুলের ক্ষেত্রেও তার  ব্যতিক্রম হয়নি। তবে সোশ্যাল মিডিয়া পোস্টে আবেগতাড়িত হয়ে পড়েন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। লিখেছেন মহুলের জন্মের সময়ের কিছু  অভিজ্ঞতার কথা। ছবিঃ ফেসবুক। 
advertisement
8/11
*বৈশাখী বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "যেদিন মহুল আমার জীবনে এল, সেদিনই মনোজিৎ বলেছিল 'ও তোর মেয়ে'। আর এই একটা কথা আমি সবসময় শুনতে ভালবাসি। মহুল আমার সন্তান, আমার লাইফলাইন। আমার বেঁচে থাকার কারণ। একজন বাবার যা যা কর্তব্য, দায়িত্ব থাকে, সেই সব নিষ্ঠাভরে পালন করার জন্য আমি শোভনের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমার প্রাক্তন স্বামীর বলা 'তোর মেয়ে' শব্দটা আজও বারে বারে আনন্দের সঙ্গে কানে বাজে। আর এইটা আমাকে অত্যাচার করার জন্য বলা একটা কথা, যেটা আমাকে কখনও দুঃখ দেয় না। মহুল সবসময় আমার মেয়েই। শুভ জন্মদিন রাজকন্যা।' ছবিঃ ফেসবুক। 
*বৈশাখী বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "যেদিন মহুল আমার জীবনে এল, সেদিনই মনোজিৎ বলেছিল 'ও তোর মেয়ে'। আর এই একটা কথা আমি সবসময় শুনতে ভালবাসি। মহুল আমার সন্তান, আমার লাইফলাইন। আমার বেঁচে থাকার কারণ। একজন বাবার যা যা কর্তব্য, দায়িত্ব থাকে, সেই সব নিষ্ঠাভরে পালন করার জন্য আমি শোভনের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমার প্রাক্তন স্বামীর বলা 'তোর মেয়ে' শব্দটা আজও বারে বারে আনন্দের সঙ্গে কানে বাজে। আর এইটা আমাকে অত্যাচার করার জন্য বলা একটা কথা, যেটা আমাকে কখনও দুঃখ দেয় না। মহুল সবসময় আমার মেয়েই। শুভ জন্মদিন রাজকন্যা।' ছবিঃ ফেসবুক। 
advertisement
9/11
*মহুলের জন্মদিনে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ছবিঃ ফেসবুক।
*মহুলের জন্মদিনে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ছবিঃ ফেসবুক।
advertisement
10/11
*মধ্যরাতের উদযাপনে মা-মেয়ে এবং মহুলের আদরের 'দুষ্টু' শোভন চট্টোপাধ্যায়।
*মধ্যরাতের উদযাপনে মা-মেয়ে এবং মহুলের আদরের 'দুষ্টু' শোভন চট্টোপাধ্যায়।
advertisement
11/11
*প্রসঙ্গত, মহুল এখন শুধুই বন্দ্যোপাধ্যায়। ডটার্স ডের দিন সে কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছিলেন, দুষ্টুর কাছে মহুল এমনটাই আবদার করেছিলেন, সেই অনুযায়ী শোভন চট্টোপাধ্যায় পদক্ষেপ করেন। তাতেই মহুল এখন বন্দ্যোপাধ্যায়। ছবিঃ ফেসবুক।
*প্রসঙ্গত, মহুল এখন শুধুই বন্দ্যোপাধ্যায়। ডটার্স ডের দিন সে কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছিলেন, দুষ্টুর কাছে মহুল এমনটাই আবদার করেছিলেন, সেই অনুযায়ী শোভন চট্টোপাধ্যায় পদক্ষেপ করেন। তাতেই মহুল এখন বন্দ্যোপাধ্যায়। ছবিঃ ফেসবুক।
advertisement
advertisement
advertisement