Baishakhi Banerjee: শোভন চট্টোপাধ্যায়ের জন্মদিন! বৈশাখী পোস্ট করলেন ছবি, উপহার গোলাপ, কেক, আর কী...

Last Updated:
Baishakhi Banerjee: শুক্রবার ৫৯-এ পা দিলেন শোভন।
1/5
শোভন চট্টোপাধ্যায়ের জন্মদিনের ছবি ফেসবুকে পোস্ট করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মেয়েকে সঙ্গে নিয়ে জন্মদিন পালন করলেন যুগল।
শোভন চট্টোপাধ্যায়ের জন্মদিনের ছবি ফেসবুকে পোস্ট করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মেয়েকে সঙ্গে নিয়ে জন্মদিন পালন করলেন যুগল।
advertisement
2/5
পরিচিত সাজে ছিলেন শোভন, আর বৈশাখী পরেছিলেন আকাশী নীল সালোয়ার। একই রঙের জামায় সেজেছিল বৈশাখীর মেয়েও।
পরিচিত সাজে ছিলেন শোভন, আর বৈশাখী পরেছিলেন আকাশী নীল সালোয়ার। একই রঙের জামায় সেজেছিল বৈশাখীর মেয়েও।
advertisement
3/5
কেক কেটে জন্মদিন পালন করলেন তাঁরা। সেই কেকে কাটার ছবিও ফেসবুকে শুক্রবার পোস্ট করেছেন বৈশাখী। যুগলকে দেখা গিয়েছে আলিঙ্গনরত অবস্থায়। সেখানে শোভনের কপালে চুম্বন এঁকে দিচ্ছেন বৈশাখী।
কেক কেটে জন্মদিন পালন করলেন তাঁরা। সেই কেকে কাটার ছবিও ফেসবুকে শুক্রবার পোস্ট করেছেন বৈশাখী। যুগলকে দেখা গিয়েছে আলিঙ্গনরত অবস্থায়। সেখানে শোভনের কপালে চুম্বন এঁকে দিচ্ছেন বৈশাখী।
advertisement
4/5
শোভনকে একটি লাল গোলাপের তোড়াও উপহার দেন বৈশাখী। সেই ছবিও তিনি পোস্ট করেছেন ফেসবুকে।
শোভনকে একটি লাল গোলাপের তোড়াও উপহার দেন বৈশাখী। সেই ছবিও তিনি পোস্ট করেছেন ফেসবুকে।
advertisement
5/5
ছবি পোস্ট করার পর ক্যাপশানে তিনি লিখেছে, ‘‘শুভ জন্মদিন মাই লাইফলাইন।’’ নাম না লিখলেও এ কথা সকলেই জানেন শুক্রবার ৫৯-এ পা দিলেন শোভন। ইউকিপিডিয়ার তথ্য অনুসারে, ১৯৬৪ সালের ৭ জুলাই শোভনের জন্ম।
ছবি পোস্ট করার পর ক্যাপশানে তিনি লিখেছে, ‘‘শুভ জন্মদিন মাই লাইফলাইন।’’ নাম না লিখলেও এ কথা সকলেই জানেন শুক্রবার ৫৯-এ পা দিলেন শোভন। ইউকিপিডিয়ার তথ্য অনুসারে, ১৯৬৪ সালের ৭ জুলাই শোভনের জন্ম।
advertisement
advertisement
advertisement