• তিন বছরেই হিট বিসর্জন কার্নিভ্যাল। এবারের অনুষ্ঠানে অংশ নিচ্ছে কলকাতার ৭৫টি নামী পুজো কমিটি। মঙ্গলের বিকেলে শোভাযাত্রা শুরু হবে সাড়ে চারটে নাগাদ। ফোর্ট উইলিয়ামের দিক থেকে প্রতিমা আর সুসজ্জিত ট্যাবলো নিয়ে এগিয়ে আসবেন পুজোর উদ্যোক্তারা। রেড রোডের ঠিক মাঝামাঝি, মূল মঞ্চের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান পেশ করার জন্য গড়ে ২ মিনিট মতো সময়ও পাবেন তাঁরা। নিজস্ব চিত্র ৷
• এই পথগুলিতে যান চলাচল বন্ধ থাকলেও খোলা থাকছে সংলগ্ন বেশকিছু রাস্তা ৷ যেমন: গভর্নর্স ক্যাম্প হয়ে জওহরলাল নেহরু রোড ধরে গাড়ি যেতে পারবে ওবেরয় গ্র্যান্ড, ইন্ডিয়ান মিউজিয়াম, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন, ইলিয়ট পার্ক হয়ে ক্যাথিড্রাল রোডের দিকে। আবার শেক্সপিয়র সরণি ধরেও গাড়ি নিয়ে যাওয়া যাবে ক্যাথিড্রাল রোড ৷