

রাজ্যে মিম-এর দায়িত্ব নেওয়ার জন্য সরাসরি আব্বাস সিদ্দিকিকে প্রস্তাব দিলেন আসাদউদ্দিন ওয়াইসি৷ যদি সেই প্রস্তাবে এখনও সাড়া দেননি আব্বাস সিদ্দিকি৷ বিষয়টি ভেবে দেখার সময় চেয়েছেন তিনি৷ তবে আব্বাস সিদ্দিকি মিমে যোগদান করুন বা না করুন, বাংলায় এআইএমআইএম বা মিম যে ফুরফুরা শরিফের এই প্রভাবশালী সংগঠকের নেতৃত্বেই কাজ করবে, তা জানিয়ে দিয়েছেন আসাদউদ্দিন৷ Info-Jiaul Alam


এ দিন সকালে আচমকাই কলকাতায় আসেন মিম প্রধান৷ সকাল সাড়ে সাতটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন আসাদউদ্দিন ওয়াইসি৷ সেখান থেকেই গাড়িতে ফুরফুরা শরিফের উদ্দেশে রওনা দেন তিনি৷ Info-Jiaul Alam


সকালে সাড়ে ন'টা নাগাদ ফুরফুরা শরিফে পৌঁছন মিম প্রধান৷ তাঁকে স্বাগত জানান পীরজাদা আব্বাস সিদ্দিকি৷ ফুরফুরা শরিফ ঘুরে দেখার পর সকাল ১০.২০ থেকে আব্বাসের সঙ্গে বৈঠক শুরু করেন ওয়াইসি৷ এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই বৈঠক৷ Info-Jiaul Alam


এখনও রাজ্যে মিম-এর কোনও পদাধিকারী নেই৷ কিন্তু সূত্রের খবর, বৈঠকে আব্বাসকে রাজ্যে মিমের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন ওয়াইসি৷ বাংলাভাষী মুসলিমদের মধ্যে মিমের প্রভাব বিস্তার করতেই আব্বাসের সঙ্গে হাত মিলিয়ে লড়তে চান ওয়াইসি৷ Info-Jiaul Alam


যদিও ওয়াইসি-র প্রস্তাবে হ্যাঁ বা না, কিছুই বলেননি আব্বাস৷ বরং মিম প্রধানের থেকে সময় চেয়ে নিয়েছেন তিনি৷ আব্বাসের নিজের সংগঠন আহালে সুন্নাতুল জামাত রয়েছে৷ সেই সংগঠনের বাইরে বেরিয়ে মিমের সঙ্গে যুক্ত হবেন না, এ নিয়ে নিজের ঘনিষ্ঠ মহলে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে চান আব্বাস৷ Info-Jiaul Alam