আজ আসছেন অমিত শাহ, তাঁর হাত ধরে পদ্মাসনে কারা? জল্পনা মুখে মুখে
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
কারা যোগ দিতে পারেন? রাজীব-বৈশালীর বিজেপি গমন কি এই যাত্রাতেই?
advertisement
advertisement
advertisement
এই জনসভার দিকে গোটা মতুয়া সমাজ তাকিয়ে আছে। কারণ নাগরিকত্ব নিয়ে শাহ বার্তা দিতে পারেন এই জনসভা থেকেই। অতীতেই অমিত শাহ বলেছিলেন করোনা ভ্যাকসিন বিতরণ শুরু হয়ে গেলে নাগরিকত্ব প্রদানের কাজ শুরু হবে। এই সিএ কার্যকর হওয়া নিয়ে গড়িমসিতে মতুয়া মহাসঙ্ঘের প্রধানমন্ত্রীর উষ্মা গোপন থাকেনি। তাঁকে বুঝিয়ে এসেছেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়েরা। এখন শাহ ঠাকুরনগরে পা রেখে বিষয়টি নিষ্পত্তি করলে অবাক হওয়ার মত কিছু থাকবে না।
advertisement
তবে শাহী চমক থাকছে সফরের দ্বিতীয় দিনে। এদিন প্রাথমিকভাবে বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথাবার্তা, ভারত সেবাশ্রম সংঘের যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর বাড়িতে যাওয়াও পরিকল্পনা রয়েছে শাহর। আর তারপর হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে সভা। এই সভায় ঘিরে আগ্রহ- উত্তেজনার পারদ তুঙ্গে এই মুহুর্তে। অসমর্থিত সূত্র বলছে, এই সভায় অমিতের হাত থেকেই গেরুয়া ব্যাটন নিতে পারেন বৈশালী ডালমিয়া রাজীব বন্দ্যোপাধ্যায়। ঠিক যেমন অতীতে তারই হাঁত থেকে গুরু দায়িত্ব নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজীব নিজেই মন্ত্রিত্ব ছেড়েছেন। আর দিন কয়েক আগে দল বিরোধী কার্যকলাপের জন্য দল বহিষ্কার করেছে বৈশালীকে।
advertisement
advertisement