তুমুল বিক্ষোভে জ্বলছে আগুন, অমিত শাহের কলকাতা সফরকে 'কালা দিবস' হিসেবে পালন বিরোধীদের
- Published by:Akash Misra
Last Updated:
তুমুল বিক্ষোভে জ্বলছে আগুন, অমিত শাহের কলকাতা সফরকে 'কালা দিবস' হিসেবে পালন বিরোধীদের
advertisement
advertisement
অমিত শাহকে 'নরখাদক' আখ্যা দিয়ে একটি পুতুল তৈরি করে। পুতুলটিকে রক্তের রঙে রাঙানো হয়। সেই পুতুল নিয়ে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে কালো কাপড় গায়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র পরিষদ। তাদের বক্তব্য, এর আগে যখন অমিত শাহ কলকাতা এসেছিলেন তখন বিদ্যাসাগরের মূর্তি ভাংচুরের ঘটনা ঘটেছিল। তাই বিদ্যাসাগরের মূর্তিকে পাহারা দিয়ে অবস্থান-বিক্ষোভ পালন করছে তারা।
advertisement
অন্যদিকে, এর কিছু সময় পরেই কলেজস্ট্রিট বাটার মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে বামফ্রন্ট। সেখানে 'গো ব্যাক' স্লোগান তোলা হয়। অমিত শাহের কুশপুতুল নিয়ে বিক্ষোভ দেখানো হয়। সেই বিক্ষোভ কর্মসূচিতে বাম নেতা-কর্মীরা বক্তব্য রাখার পর কুশপুতুলে কেরোসিন ঢেলে তাতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান। বাম নেতা-কর্মীদের অনেককেই সেই কুশপুতুল জুতোর বাড়ি মারতে দেখা যায়। কেউ থুতু ছেটান।
advertisement
advertisement
advertisement