*এ দিন লাল পাঞ্জাবি, পাজামায় শোভিত মদন মিত্র যখন বাইরে উডবার্ন ব্লকের সামনে এসে দাঁড়ান, তখন তাঁকে ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চখে পড়ার মত। স্লোগান ওঠে, 'মদন মিত্র জিন্দাবাদ'। তিনি অবশ্য বলছেন, 'আমি এদের কাউকে চিনি না। কিন্তু আমার পাশে আপনারা এসে দাঁড়াচ্ছেন, এর জন্যই আমি সকলকে ধন্যবাদ দিতে চাই।'সংগৃহীত ছবি।