#কলকাতা: ২১ জুলাই নিয়ে তুমুল আশাবাদী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার ফের ২১ জুলাই সভামঞ্চ পরিদর্শনে যান অভিষেক। সেখানেই তিনি 'সুপারহিট' সভা নিয়ে আশা প্রকাশ করেন। তিনি বলেন, ''ব্রিগেড হলে ভালো হত। উত্তরের জেলা থেকে বেশি লোক চেয়েছিলাম। আমরা ভেবেছিলাম ৪৫-৫০ হাজার লোক হবে৷ সেই ব্যবস্থা করেছিলাম। ইতিমধ্যেই ৮০ হাজার লোক পৌঁছে যাচ্ছে। উত্তর থেকে ১ লাখ লোক হবে। (প্রতিবেদন: আবীর ঘোষাল)
তবে, পিছিয়ে থাকবে না দক্ষিণবঙ্গও। অভিষেক আশাবাদী, ''দক্ষিণের জেলা থেকে কাল আসবে। দিনের দিন এরা আসবে। আমাদের উদ্বেগ আমরা এক শতাংশ লোককে ঢুকতে দিতে পারব। বাকি ৯ শতাংশ বাইরে থেকে দেখবে। চমক মানেই কি যোগদান? রাত পোহালেই দেখতে পারবেন। কাল মঞ্চে থাকছে একাধিক চমকও থাকছে, বুঝিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক আরও বলেন, ''মমতা বন্দোপাধ্যায় যা যা বলবেন সেটাই তো চমক। উনি যা বলবেন তা কর্মীদের উদ্দেশ্যে, সেটাই বাস্তবায়িত হবে। কার্যত তিন বছর পরে আমাদের সমাবেশ হচ্ছে। হাইকোর্ট অর্ডার দিলে মানতে হবে। তবে পর্যবেক্ষণ দেখুন। লাইম লাইটে থাকতে গেলে ওই দিন বাছতে হবে। টিভিতে মুখ দেখাতে ওই দিন বাছতে হবে। অসম, গোয়া, মেঘালয়, ইউপি, ত্রিপুরা থেকে প্রতিনিধিরা আসবে৷ বাইরে রাজ্যেও পালিত হবে ২১ জুলাই।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সংযোজন, ''আমার দায়িত্ব দলকে বলিষ্ঠ করা। আমার যত সময় লাগে, আমি বদ্ধপরিকর, এটা করবই। আমি বরাবর, প্রতি বছর করেছি। আমি এই সভা আয়োজন করেছি। সবাই খাবার পাচ্ছেন কিনা, সবাই চিকিৎসক পাচ্ছেন কিনা। সেই কাজ করছি। আমরা সকলেই কর্মী। এখানে দুই নম্বর, তিন নম্বর কেউ নেই৷ আমাদের উদ্দেশ্য মানুষের তৃণমূল গড়া।''
অভিষেক আরও বলেন, ''আগামী বছর পঞ্চায়েত ভোট৷ তাই আমাদের বার্তা পরিষ্কার হবে। বিক্ষিপ্ত ভাবে নিশ্চয়ই কিছু ঘটনা হয়েছে। সবাই মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন৷ বারবার হাত ধুয়ে নিন৷ কোভিড রাজনৈতিক দল, ধর্ম দেখে না। সবাইকে সহযোগিতা করুন৷ আমাদের দায়িত্বশীল হতে হবে আরও। বিজেপি নেতা হলেও ভুল হলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন।''