

*খাস কলকাতায় ৯ বছরের শিশুকে গলা কেটে ‘খুন’-র অভিযোগ। জোড়াবাগান এলাকা থেকে শিশুর বিবস্ত্র নিথর দেহ উদ্ধার। নৃশংস ঘটনাটিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতীকী ছবি।


*পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটির বাড়ি শোভাবাজার এলাকায়। সম্প্রতি সে তার মামাবাড়ি বৈষ্ণব শেখ স্ট্রিট এলাকায় বেড়াতে এসেছিল। সেখানেই তাঁর এই মর্মান্তিক পরিণতি। প্রতীকী ছবি।


*প্রতিবেশীদের দাবি, বুধবার রাত আট'টা থেকে নিখোঁজ ছিল শিশুটি। বহু খোঁজাখুঁজির পরেও তার সন্ধান মেলেনি। এরপর পরিবারের সদস্যরা পুলিশের দ্বারস্থ হন। কিন্তু পুলিশ ২৪ ঘণ্টার আগে কোনও অভিযোগ নিয়ে চায়নি, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এমনকি খোঁজার কোনও চেষ্টা পর্যন্ত করেনি। প্রতীকী ছবি।


*রাতভর খোঁজার পর আজ সকালে পাঁপড় গলিতে মামাবাড়ির পাশে এক প্রতিবেশীর বাড়ির তিনতলা বাড়ির ছাদে থেকে বিবস্ত্র অবস্থায় তাঁর দেহ উদ্ধায় হয়। ঘটনার পরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রতীকী ছবি।


*প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গলা টিপে খুন বলে অনুমান করা হয়েছে শিশুটিকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) এবং লাল্বাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা। প্রতীকী ছবি।


*খুনের আগে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন প্রতিবেশীদের। গলায় ধারাল অস্ত্রের আঘাত মিলেছে। প্রতীকী ছবি।