Tmc Mla Takes Oath: বাম-কংগ্রেসহীন বিধানসভা, শাসক-বিধায়কদের শপথে জনসেবার জেদ! দেখুন ছবিতে...

Last Updated:
শপথ গ্রহণ করলেন ১৪৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে যেমন রয়েছেন মদন মিত্রর মতো হেভিওয়েট, তেমনই রয়েছে রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, লাভলি মৈত্রের মতো নব্য মুখ।
1/7
ভোটের লড়াই শেষে আজ ওঁদের মুখে শুধুই হাসি। আর কাজ করে দেখানোর ইচ্ছা। ওঁদের জন্যই সাজো সাজো রব আজ বিধানসভায়। বুধবারই মুখ্যমন্ত্রী পদে তৃতীয় বার শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ধাপে ধাপে বিধায়কদের শপথ গ্রহণ শুরু হল আজ বৃহস্পতিবার থেকে। সেই সূত্রেই শপথ গ্রহণ করলেন ১৪৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে যেমন রয়েছেন মদন মিত্রর মতো হেভিওয়েট, তেমনই রয়েছে রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, লাভলি মৈত্রের মতো নব্য মুখ।
ভোটের লড়াই শেষে আজ ওঁদের মুখে শুধুই হাসি। আর কাজ করে দেখানোর ইচ্ছা। ওঁদের জন্যই সাজো সাজো রব আজ বিধানসভায়। বুধবারই মুখ্যমন্ত্রী পদে তৃতীয় বার শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ধাপে ধাপে বিধায়কদের শপথ গ্রহণ শুরু হল আজ বৃহস্পতিবার থেকে। সেই সূত্রেই শপথ গ্রহণ করলেন ১৪৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে যেমন রয়েছেন মদন মিত্রর মতো হেভিওয়েট, তেমনই রয়েছে রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, লাভলি মৈত্রের মতো নব্য মুখ।
advertisement
2/7
শপথ নিয়েই এদিন বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী বলেছেন, 'এখন প্রথম কাজ করোনা সামলানো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা কাজ করতে জানে। আর অশান্তি হবে না। আমরা সব ঠান্ডা করে দেব। ইতিমধ্যেই পরিস্থিতি শান্ত হতে গেছে।'
শপথ নিয়েই এদিন বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী বলেছেন, 'এখন প্রথম কাজ করোনা সামলানো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা কাজ করতে জানে। আর অশান্তি হবে না। আমরা সব ঠান্ডা করে দেব। ইতিমধ্যেই পরিস্থিতি শান্ত হতে গেছে।'
advertisement
3/7
অপর তারকা, উত্তরপাড়ার নবনির্বাচিত বিধায়ক কাঞ্চন মল্লিক বলেছেন, 'জানিনা কোন দিক থেকে কি বল আসবে। তাই আগে শিখে নিই। করোনা নিয়ে আগে কাজ শুরু করব।'
অপর তারকা, উত্তরপাড়ার নবনির্বাচিত বিধায়ক কাঞ্চন মল্লিক বলেছেন, 'জানিনা কোন দিক থেকে কি বল আসবে। তাই আগে শিখে নিই। করোনা নিয়ে আগে কাজ শুরু করব।'
advertisement
4/7
শপথ নেওয়ার আগেই নিজের এলাকায় কোভিড পরিস্থিতি নিয়ে কাজ শুরু করে দিয়েছেন লাভলি মৈত্র। এদিন শপথ নেওয়ার পরপরই তিনি বলেন, 'নিজের এলাকাতেই এখন থাকব। এখন একমাত্র কাজ কোভিড পরিস্থিতি সামলানো।'
শপথ নেওয়ার আগেই নিজের এলাকায় কোভিড পরিস্থিতি নিয়ে কাজ শুরু করে দিয়েছেন লাভলি মৈত্র। এদিন শপথ নেওয়ার পরপরই তিনি বলেন, 'নিজের এলাকাতেই এখন থাকব। এখন একমাত্র কাজ কোভিড পরিস্থিতি সামলানো।'
advertisement
5/7
অপরদিকে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নিয়ে আক্ষেপ ব্যক্ত করেছেন বিধায়ক ফিরোজা বিবিও। তাঁর কথায়, 'নন্দীগ্রাম নিয়ে একটা মন খারাপ থেকে গেল। চিটিংবাজটা জিতে গেল। তবে মানুষের জন্যে কাজ একমাত্র মমতা বন্দোপাধ্যায়ই করবেন।'
অপরদিকে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নিয়ে আক্ষেপ ব্যক্ত করেছেন বিধায়ক ফিরোজা বিবিও। তাঁর কথায়, 'নন্দীগ্রাম নিয়ে একটা মন খারাপ থেকে গেল। চিটিংবাজটা জিতে গেল। তবে মানুষের জন্যে কাজ একমাত্র মমতা বন্দোপাধ্যায়ই করবেন।'
advertisement
6/7
এদিন সকাল থেকেই খুশির রেশ বিধানসভা চত্বরে। কেউ ঢুকলেন হাসিমুখে, কেউ বা পাটভাঙা শাড়ি পরে, কেউ ঢুকলেন ধবধবে সাদা পাঞ্জাবিতে। প্রথম দিনে দলের বিধায়কদের বিধানসভায় শুভেচ্ছা জানিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। খুব অল্প সময় থাকলেও, সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, "দেখে গেলাম। বিধানসভায় শপথ চলছে। আমি আসব আবার।"
এদিন সকাল থেকেই খুশির রেশ বিধানসভা চত্বরে। কেউ ঢুকলেন হাসিমুখে, কেউ বা পাটভাঙা শাড়ি পরে, কেউ ঢুকলেন ধবধবে সাদা পাঞ্জাবিতে। প্রথম দিনে দলের বিধায়কদের বিধানসভায় শুভেচ্ছা জানিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। খুব অল্প সময় থাকলেও, সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, "দেখে গেলাম। বিধানসভায় শপথ চলছে। আমি আসব আবার।"
advertisement
7/7
মদন মিত্র, চিরঞ্জিতের মতো বিধায়কদের একসুর। বললেন, 'কেন্দ্রের মতো মুর্খ আর কেউ নেই। ওদেরই এজেন্সি বলেছে রাজ্য নারী সুরক্ষায় প্রথম। এসব না করে ভ্যাকসিন পাঠাতে বলুন।'
মদন মিত্র, চিরঞ্জিতের মতো বিধায়কদের একসুর। বললেন, 'কেন্দ্রের মতো মুর্খ আর কেউ নেই। ওদেরই এজেন্সি বলেছে রাজ্য নারী সুরক্ষায় প্রথম। এসব না করে ভ্যাকসিন পাঠাতে বলুন।'
advertisement
advertisement
advertisement