Tmc Mla Takes Oath: বাম-কংগ্রেসহীন বিধানসভা, শাসক-বিধায়কদের শপথে জনসেবার জেদ! দেখুন ছবিতে...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
শপথ গ্রহণ করলেন ১৪৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে যেমন রয়েছেন মদন মিত্রর মতো হেভিওয়েট, তেমনই রয়েছে রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, লাভলি মৈত্রের মতো নব্য মুখ।
ভোটের লড়াই শেষে আজ ওঁদের মুখে শুধুই হাসি। আর কাজ করে দেখানোর ইচ্ছা। ওঁদের জন্যই সাজো সাজো রব আজ বিধানসভায়। বুধবারই মুখ্যমন্ত্রী পদে তৃতীয় বার শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ধাপে ধাপে বিধায়কদের শপথ গ্রহণ শুরু হল আজ বৃহস্পতিবার থেকে। সেই সূত্রেই শপথ গ্রহণ করলেন ১৪৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে যেমন রয়েছেন মদন মিত্রর মতো হেভিওয়েট, তেমনই রয়েছে রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, লাভলি মৈত্রের মতো নব্য মুখ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এদিন সকাল থেকেই খুশির রেশ বিধানসভা চত্বরে। কেউ ঢুকলেন হাসিমুখে, কেউ বা পাটভাঙা শাড়ি পরে, কেউ ঢুকলেন ধবধবে সাদা পাঞ্জাবিতে। প্রথম দিনে দলের বিধায়কদের বিধানসভায় শুভেচ্ছা জানিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। খুব অল্প সময় থাকলেও, সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, "দেখে গেলাম। বিধানসভায় শপথ চলছে। আমি আসব আবার।"
advertisement