Job: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ, কীভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Souvik Roy
Last Updated:
Job: বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হতে পারে আপনার। কম্পিউটার সায়েন্স নিয়ে উচ্চতর শিক্ষার ডিগ্রি থাকলেই এবার শিক্ষকতার সুযোগ মিলতে পারে রাজ্যের নামী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে।
*বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হতে পারে আপনার। কম্পিউটার সায়েন্স নিয়ে উচ্চতর শিক্ষার ডিগ্রি থাকলেই এবার শিক্ষকতার সুযোগ মিলতে পারে রাজ্যের নামী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে এমনটা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে শিক্ষক প্রয়োজন। সংশ্লিষ্ট পদে নির্দিষ্ট সময়ের জন্য কর্মী নিয়োগ করা হবে। প্রতিবেদনঃ সৌভিক রায়। সংগৃহীত ছবি।
advertisement
*উক্ত বিজ্ঞপ্তিতে শিক্ষা-সত্র, বিশ্বভারতী, শ্রীনিকেতনে ইংরেজি (২), প্রাচীন ভারতীয় ও বিশ্ব ইতিহাস, বাংলা এবং গণিতের অতিথি শিক্ষক পদের জন্য আবেদনপত্র আহ্বান জানান হয়েছে। আবেদনকারীরা মার্কশিট (উভয় দিক) এবং সার্টিফিকেটের স্ব-প্রত্যয়িত কপি-সহ যোগ্যতা ইত্যাদি উল্লেখ করে প্লেইন কাগজে আবেদন জমা দিতে হবে সঙ্গে যোগাযোগের নম্বর এবং আবেদনপত্রে ই-মেইল আইডি অবশ্যই উল্লেখ করতে হবে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*সাক্ষাৎকারের তারিখ সেই অনুযায়ী জানানো হবে। ইংরেজি পদের নাম ও সংখ্যা (দুটি পদ) প্রাচীন ভারতীয় ও বিশ্ব ইতিহাস (AIHCA) (একটি পদ), বাংলা (একটি পদ), গণিত (একটি পদ)। যার জন্য প্রয়োজনীয় যোগ্যতা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে সমষ্টিগতভাবে কমপক্ষে ৫০% নম্বর-সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*উদ্দেশ্যের জন্য NCTE দ্বারা প্রণীত নির্দেশিকা অনুসারে CBSE দ্বারা পরিচালিত কেন্দ্রীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষা (উচ্চ প্রাথমিক স্তর) (CTET) পাস। বিভিন্ন রাজ্য দ্বারা পরিচালিত শিক্ষক যোগ্যতা পরীক্ষা (উচ্চ প্রাথমিক স্তর)। বাংলা/ইংরেজি/হিন্দিতে কাজের জ্ঞান। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকা প্রয়োজন। একজন অতিথি শিক্ষকের পারিশ্রমিক সর্বোচ্চ ১২০০০ টাকা। যার জন্য প্রতি মাসে কমপক্ষে ৮০টি ক্লাস নিতে হবে। সংগৃহীত ছবি।