Job: এবার রেলে চাকরির বিরাট সু‌যোগ, প্রচুর-প্রচুর শূন্যপদ! আবেদন শুরু হয়ে গেছে, এখনই দেখুন

Last Updated:
Job: ইতিমধ্যে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন জারি হয়েছে।
1/5
হাওড়া: চলতি বছরে রেলে চাকরির জন্য সুখবর। চলতি বছরে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা RRB রিক্রুটমেন্টস-এর জন্য একটি বার্ষিক সময়সূচী প্রকাশ করেছে রেল। রেলের বিভিন্ন পদে নিয়োগ। জানা যায়, ২০২৪ সালের সারা বছর ধরে নিয়োগ প্রক্রিয়া চলবে। রিক্রুটমেন্টস নোটিফিকেশন ধাপে ধাপে সম্পন্ন হবে। (প্রতিবেদন: রাকেশ মাইতি)
হাওড়া: চলতি বছরে রেলে চাকরির জন্য সুখবর। চলতি বছরে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা RRB রিক্রুটমেন্টস-এর জন্য একটি বার্ষিক সময়সূচী প্রকাশ করেছে রেল। রেলের বিভিন্ন পদে নিয়োগ। জানা যায়, ২০২৪ সালের সারা বছর ধরে নিয়োগ প্রক্রিয়া চলবে। রিক্রুটমেন্টস নোটিফিকেশন ধাপে ধাপে সম্পন্ন হবে। (প্রতিবেদন: রাকেশ মাইতি)
advertisement
2/5
ইতিমধ্যে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন জারি হয়েছে। চলতি বছরে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে রেল। এর পাশপাশি, টেকনিশিয়ান পদের রিক্রুটমেন্ট নোটিফিকেশনের জন্য এপ্রিল-জুন মাস এর সময়সীমা রয়েছে।
ইতিমধ্যে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন জারি হয়েছে। চলতি বছরে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে রেল। এর পাশপাশি, টেকনিশিয়ান পদের রিক্রুটমেন্ট নোটিফিকেশনের জন্য এপ্রিল-জুন মাস এর সময়সীমা রয়েছে।
advertisement
3/5
জুলাই - সেপ্টেম্বর মাসের মধ্যে চারটি আলাদা ক্যাটিগরিতে রিক্রুটমেন্ট নোটিফিকেশন রিলিজ করা হবে জানা যায় রেল সূত্রে। যেমন গ্রাজুয়েট ক্যান্ডিডেটদের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটিগরিস। যেটা সপ্তম পে কমিশনের লেভেল ফোর, লেভেল ফাইভ, এবং লেভেল সিক্স এ রিক্রুটমেন্ট করা হবে।
জুলাই - সেপ্টেম্বর মাসের মধ্যে চারটি আলাদা ক্যাটিগরিতে রিক্রুটমেন্ট নোটিফিকেশন রিলিজ করা হবে জানা যায় রেল সূত্রে। যেমন গ্রাজুয়েট ক্যান্ডিডেটদের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটিগরিস। যেটা সপ্তম পে কমিশনের লেভেল ফোর, লেভেল ফাইভ, এবং লেভেল সিক্স এ রিক্রুটমেন্ট করা হবে।
advertisement
4/5
আন্ডারগ্রাজুয়েট ক্যান্ডিডেটদের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটিগরিস থাকছে সেখানে লেবেল টু এবং লেবেল থ্রি তে রিক্রুটমেন্ট বিজ্ঞতি জারি করেছে। এছাড়াও, জুনিয়র ইঞ্জিনিয়র এবং প্যারামেডিক্যাল ক্যাটিগরির জন্যও রিক্রুটমেন্ট নোটিফিকেশন রিলিজ করা হবে। চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে লেভেল ওয়ান ছাড়াও মিনিসট্রিয়াল ও আইসোলেটেড ক্যাটেগরি পদ্গুলির জন্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন রিলিজ করার পরিকল্পনা রয়েছে।
আন্ডারগ্রাজুয়েট ক্যান্ডিডেটদের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটিগরিস থাকছে সেখানে লেবেল টু এবং লেবেল থ্রি তে রিক্রুটমেন্ট বিজ্ঞতি জারি করেছে। এছাড়াও, জুনিয়র ইঞ্জিনিয়র এবং প্যারামেডিক্যাল ক্যাটিগরির জন্যও রিক্রুটমেন্ট নোটিফিকেশন রিলিজ করা হবে। চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে লেভেল ওয়ান ছাড়াও মিনিসট্রিয়াল ও আইসোলেটেড ক্যাটেগরি পদ্গুলির জন্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন রিলিজ করার পরিকল্পনা রয়েছে।
advertisement
5/5
চাকরির জন্য আপিল করতে আগ্রহীরা অফিসিয়াল RRB ওয়েবসাইট গুলিতে তথ্য পাবে। রেলের নিয়োগ সংক্রান্ত যে কোনও তথ্য পাওয়া যাবে RRB এবং RRC এর মাধ্যমে জানা যায় রেল সূত্রে।
চাকরির জন্য আপিল করতে আগ্রহীরা অফিসিয়াল RRB ওয়েবসাইট গুলিতে তথ্য পাবে। রেলের নিয়োগ সংক্রান্ত যে কোনও তথ্য পাওয়া যাবে RRB এবং RRC এর মাধ্যমে জানা যায় রেল সূত্রে।
advertisement
advertisement
advertisement