Jalpaiguri News: জলপাইগুড়ির রাজবাড়ি পার্কে আবার ভিড়, খুশি এলাকাবাসী
- Published by:Pooja Basu
Last Updated:
সকাল থেকে পার্কের টিকিট কাউন্টার জন প্রতি পাঁচ টাকা করে টিকিট বিক্রি করা হচ্ছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
২০২০ সালে করোনার সংক্রমণ রুখতে দেশে লকডাউন ঘোষণা হয়েছিল। নির্দেশ মেনে জলপাইগুড়ি রাজবাড়ি পার্ক বন্ধ করা হয়। এরপর থেকে পার্ক বন্ধ, প্রায় দুই বছর পার্ক বন্ধ থাকার কারণে একাধিক পরিকাঠামো ভেঙে যায়। সংস্কার না হওয়ার পার্কের ভিতরে জঙ্গল ও লতাপাতায় ভয়ে গিয়েছে। পার্কের লোহার বিভিন্ন পরিকাঠামো মরচে ও ধুলোর প্রলেপ পরে গিয়েছে।
advertisement
রাজবাড়ি পার্কের ভিতরে শিশু উদ্যানের বেশিরভাগ পরিকাঠামো নষ্ট হয়ে যায় রক্ষণাবেক্ষণের অভাবে। অবশেষে দিন কয়েকের মধ্যে রাজবাড়ি পার্ক সংস্কার করে অবশেষে সাধারণ মানুষের জন্য পার্ক খুলে দেওয়া হল এ দিন থেকে। বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয় পার্ক। পার্ক খোলায় খুশি শহরবাসীর মধ্যে। এসজেডিএ কর্মী প্রশান্ত বর্মণবলেন," আজ থেকে খুলে দেওয়া হল পার্ক। পার্ক পরিস্কার করার কাজ প্রায় শেষ। কিছু কাজ বাকি আছে করা হচ্ছে।