Purple Cap: বোলারে বোলারে জোর টক্কর! দেখে নিন এবারের আইপিএলে কোন বোলার সবচেয়ে বিধ্বংসী

Last Updated:
বিদেশিদের সমানে সমানে টক্কর দিচ্ছেন ভারতীয় বোলাররাও৷
1/6
IPL 2020 তৃতীয় সপ্তাহে পা দিয়েছে, মিলিয়ন ডলার ক্রিকেট শ্যোয়ের ফ্যানরা ফের একবার মজেছেন ব্যাট বলের ধুন্ধুমার লড়াইতে৷ মূলত ব্যাটসম্যানদের লড়াই হলেও এবারের মরুরাজ্যের আইপিএলে বোলাররাও নিজেদের জাত চেনাচ্ছেন৷ আইপিএলে সবচেয়ে বেশি উইকেটের মালিক পান পার্পল ক্যাপ (Purple Cap)৷ এবারের দৌড়ে এখনও অবধি সবচেয়ে আগে রয়েছেন কাগাসিও রাবাদা৷ সেরা পাঁঁচ উইকেট নেওয়ার তালিকায় প্রথম চারজনই পেসার অন্যদিকে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন এক স্পিনার৷
IPL 2020 তৃতীয় সপ্তাহে পা দিয়েছে, মিলিয়ন ডলার ক্রিকেট শ্যোয়ের ফ্যানরা ফের একবার মজেছেন ব্যাট বলের ধুন্ধুমার লড়াইতে৷ মূলত ব্যাটসম্যানদের লড়াই হলেও এবারের মরুরাজ্যের আইপিএলে বোলাররাও নিজেদের জাত চেনাচ্ছেন৷ আইপিএলে সবচেয়ে বেশি উইকেটের মালিক পান পার্পল ক্যাপ (Purple Cap)৷ এবারের দৌড়ে এখনও অবধি সবচেয়ে আগে রয়েছেন কাগাসিও রাবাদা৷ সেরা পাঁঁচ উইকেট নেওয়ার তালিকায় প্রথম চারজনই পেসার অন্যদিকে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন এক স্পিনার৷
advertisement
2/6
কাগিসিও রাবাদা - দিল্লি ক্যাপিটাল্সের রাবাদা লাগাতার নিজের এক নম্বর জায়গা ধরে রেখেছেন৷ তিনি এখনও অবধি সবচেয়ে বেশি ১২ উইকেট নিয়েছেন৷ তিনি ১২.৭ গড়ে উইকেট নিয়েছেন৷ অর্থাৎ এক উইকেট নেওয়ার জন্য ১২ রান খরচ করেছেন তিনি৷ তাঁর স্ট্রাইকরেট ১০৷ রাবাদার সেরা বোলিং এ পর্যন্ত এক ইনিংসে চার উইকেট৷
কাগিসিও রাবাদা - দিল্লি ক্যাপিটাল্সের রাবাদা লাগাতার নিজের এক নম্বর জায়গা ধরে রেখেছেন৷ তিনি এখনও অবধি সবচেয়ে বেশি ১২ উইকেট নিয়েছেন৷ তিনি ১২.৭ গড়ে উইকেট নিয়েছেন৷ অর্থাৎ এক উইকেট নেওয়ার জন্য ১২ রান খরচ করেছেন তিনি৷ তাঁর স্ট্রাইকরেট ১০৷ রাবাদার সেরা বোলিং এ পর্যন্ত এক ইনিংসে চার উইকেট৷
advertisement
3/6
জসপ্রীত বুমরাহ- সবচেয়ে বেশি উইকেট নেওয়া -র দৌড়ে মুম্বই ইন্ডিয়ান্সের বুমরাহ ২ নম্বরে পৌঁছে গেছেন৷ এই মরশুমে প্রথমবার নতুন বলের দায়িত্বে সফল বুমরাহ চার উইকেট পান৷ তিনি এখনও অবধি মোট ১১ টি উইকেট নিয়েছেন৷ রাজস্থানের বিরুদ্ধে মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি৷ বুমরাহের স্ট্রাইকরেট ১৩ অর্থাৎ প্রতি ১৩ রান দিয়ে তিনি একটি করে উইকেট পেয়েছেন৷
জসপ্রীত বুমরাহ- সবচেয়ে বেশি উইকেট নেওয়া -র দৌড়ে মুম্বই ইন্ডিয়ান্সের বুমরাহ ২ নম্বরে পৌঁছে গেছেন৷ এই মরশুমে প্রথমবার নতুন বলের দায়িত্বে সফল বুমরাহ চার উইকেট পান৷ তিনি এখনও অবধি মোট ১১ টি উইকেট নিয়েছেন৷ রাজস্থানের বিরুদ্ধে মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি৷ বুমরাহের স্ট্রাইকরেট ১৩ অর্থাৎ প্রতি ১৩ রান দিয়ে তিনি একটি করে উইকেট পেয়েছেন৷
advertisement
4/6
ট্রেন্ট বোল্ট- পার্পল ক্যাপের দৌড়ে তিনি তিন নম্বরে রয়েছেন৷ বোল্ট এখনও অবধি ১০ উইকেট পেয়েছেন৷ গড় ও স্ট্রাইকরেটে অবশ্য রাবাদা ও বুমরাহের ধারেকাছে নেই তিনি৷ তাঁর স্ট্রাইকরেট ১৪ ও গড় ১৮.৩০৷ তিনি প্রতি ম্যাচেই নিয়মিত শুরুর উইকেট পাচ্ছেন বোল্ট৷
ট্রেন্ট বোল্ট- পার্পল ক্যাপের দৌড়ে তিনি তিন নম্বরে রয়েছেন৷ বোল্ট এখনও অবধি ১০ উইকেট পেয়েছেন৷ গড় ও স্ট্রাইকরেটে অবশ্য রাবাদা ও বুমরাহের ধারেকাছে নেই তিনি৷ তাঁর স্ট্রাইকরেট ১৪ ও গড় ১৮.৩০৷ তিনি প্রতি ম্যাচেই নিয়মিত শুরুর উইকেট পাচ্ছেন বোল্ট৷
advertisement
5/6
জেমস প্যাটিসন - চতুর্থ স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের জোরে বোলার৷ জেমস প্যাটিসন এখনও অবধি ৯ উইকেট নিয়েছেন৷ এক ইনিংসে এখনও অবধি তিনি সর্বোচ্চ ২ টি উইকেট নিয়েছেন৷ বুমরাহ, বোল্ট ও প্যাটিসন এই তিন মুম্বইয়ের বোলার বিপক্ষের ক্রিকেটারদের নাজেহাল করে ছাড়ছেন৷
জেমস প্যাটিসন - চতুর্থ স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের জোরে বোলার৷ জেমস প্যাটিসন এখনও অবধি ৯ উইকেট নিয়েছেন৷ এক ইনিংসে এখনও অবধি তিনি সর্বোচ্চ ২ টি উইকেট নিয়েছেন৷ বুমরাহ, বোল্ট ও প্যাটিসন এই তিন মুম্বইয়ের বোলার বিপক্ষের ক্রিকেটারদের নাজেহাল করে ছাড়ছেন৷
advertisement
6/6
যজুবেন্দ্র চাহাল- সেরা পাঁচের একমাত্র স্পিনার ভারতের যজুবেন্দ্র চাহাল৷ তিনি ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে তিনি ৩ উইকেট নিয়েছেন৷
যজুবেন্দ্র চাহাল- সেরা পাঁচের একমাত্র স্পিনার ভারতের যজুবেন্দ্র চাহাল৷ তিনি ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে তিনি ৩ উইকেট নিয়েছেন৷
advertisement
advertisement
advertisement