Purple Cap: বোলারে বোলারে জোর টক্কর! দেখে নিন এবারের আইপিএলে কোন বোলার সবচেয়ে বিধ্বংসী
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বিদেশিদের সমানে সমানে টক্কর দিচ্ছেন ভারতীয় বোলাররাও৷
IPL 2020 তৃতীয় সপ্তাহে পা দিয়েছে, মিলিয়ন ডলার ক্রিকেট শ্যোয়ের ফ্যানরা ফের একবার মজেছেন ব্যাট বলের ধুন্ধুমার লড়াইতে৷ মূলত ব্যাটসম্যানদের লড়াই হলেও এবারের মরুরাজ্যের আইপিএলে বোলাররাও নিজেদের জাত চেনাচ্ছেন৷ আইপিএলে সবচেয়ে বেশি উইকেটের মালিক পান পার্পল ক্যাপ (Purple Cap)৷ এবারের দৌড়ে এখনও অবধি সবচেয়ে আগে রয়েছেন কাগাসিও রাবাদা৷ সেরা পাঁঁচ উইকেট নেওয়ার তালিকায় প্রথম চারজনই পেসার অন্যদিকে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন এক স্পিনার৷
advertisement
advertisement
জসপ্রীত বুমরাহ- সবচেয়ে বেশি উইকেট নেওয়া -র দৌড়ে মুম্বই ইন্ডিয়ান্সের বুমরাহ ২ নম্বরে পৌঁছে গেছেন৷ এই মরশুমে প্রথমবার নতুন বলের দায়িত্বে সফল বুমরাহ চার উইকেট পান৷ তিনি এখনও অবধি মোট ১১ টি উইকেট নিয়েছেন৷ রাজস্থানের বিরুদ্ধে মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি৷ বুমরাহের স্ট্রাইকরেট ১৩ অর্থাৎ প্রতি ১৩ রান দিয়ে তিনি একটি করে উইকেট পেয়েছেন৷
advertisement
advertisement
advertisement