IPL Auction 2021: টাকার বৃষ্টি! জেই রিচার্ডসন, ম্যাক্সওয়েলকে পিছনে ফেলে টেক্কা মরিসনের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
চড়চড় করে দর উঠল যে ক্রিকেটারদের৷
advertisement
জাই রিচার্ডসন নিয়ে বেশ কয়েকটি দল বড় দাম দিতে রাজি আছে জানাই ছিল। অস্ট্রেলিয়ার এই উঠতি ফাস্ট বোলার ক্রিকেটের ছোট ফরম্যাটে বেশ কার্যকরী। বলে গতি আছে, ভারতীয় কন্ডিশনে বল করতে জানেন। পাশাপাশি ব্যাটের হাত খারাপ নয়। শেষপর্যন্ত প্রীতি জিন্টার পঞ্জাব কিংস ১৪ কোটি টাকায় দলে নিল এই তরুণ বোলারকে। মরিস এবং ম্যাক্সওয়েলের পর তিনি সবচেয়ে বেশি দাম পেলেন।
advertisement
দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসকে গত মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিনেছিল ১০ কোটি টাকা দিয়ে৷ আর এবারে তাঁকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে কিনে আইপিএলের সমস্ত রেকর্ড ভেঙেচুরে দিল৷ গত আইপিএলের পরে একটিও ম্যাচ না খেলে এই দর পেলেন তিনি৷ গত মরশুমে ৯ টি ম্যাচ খেলে ৩৪ রান করেছিলেন নিয়েছিলেন ১২ টি উইকেট৷ তাঁর ফিটনেস নিয়ে অনেক সময়েই সমস্যা হয়, তাই সেটা একটা চিন্তার বিষয় হতে পারে৷ কিন্তু ়যখন তাঁকে নিয়ে দড়ি টানাটানি হচ্ছিল তখন মোটেই এসব কথা মনে হয়নি৷ প্রোটিয়া এই অলরাউন্ডারের জন্য ঝাঁপিয়ে ছিল প্রীতি জিন্টার পঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস৷ Photo- File
advertisement
গ্লেন ম্যাক্সওয়েল (বেস প্রাইস ২ কোটি টাকা)ম্যাক্সওয়েলের পরিচিত গেম চেঞ্জার হিসেবে৷ দু একটা মরশুম বাদ দিলে তিনি আইপিএলে অসম্ভব সফল৷ ২০২০ তে কিংস ইলেভেন পঞ্জাবের জার্সিতে তিনি খুব খারাপ পারফর্ম করেছিলেন৷ গোটা মরশুমে একটি ছক্কাও মারেননি তিনি৷ ২০২১ এ বিগ ব্যাশ মরশুম খুব ভালোই করেছিলেন৷ ১৪৩.৫৬ স্ট্রাইক রেটে ৩৭৯ রান করেন তিনি৷ তবে এরপরেও ম্যাক্সওয়েলকে নিয়ে দড়ি টানাটানি৷ প্রথমে কেকেআর নিলামে গলা চড়ালেও পরে দুই দক্ষিণী দল অজি তারকাকে নিয়ে প্রবল লড়াইতে নেমে পড়েন ৷ ১৪.২৫ কোটিকে আরসিবি কিনে নেয় ম্যাক্সওয়েলকে৷Photo-File