IPL 2021: ধোনির মাঠে ফেরা নিয়ে বড় খবর এল সামনে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
গত মরশুমের পারফরম্যান্স ভুলে গিয়ে আবার নতুন শুরুর আশায় দল৷
IPL 2020 -র চেন্নাই সুপার কিংসের ফ্যানদের মন ভেঙে গিয়েছিল৷ প্রথমবার প্লে অফে জায়গা করে নিতে পারেনি সিএসকে ৷ আইপিএলের পয়েন্টে টেবলের ৭ নম্বরে শেষ করেছিল তারা৷ যে দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাঁর কাছ থেকে এরকম আশা করা যায় না ৷ তাই ২০২১ এ আইপিএলের ১৪ তম মরশুমে ভালো কিছু করে দেখানোর আশা দেখছে চেন্নাই ফ্যানরা৷(CSK/Twitter)
advertisement
advertisement
রিপোর্ট অনুযায়ি চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট ধোনির সঙ্গে কথাবার্তা বলেই ১১ মার্চ থেকে অনুশীলনের তারিখ নির্ধারণ করেছে৷ সিএসকে-র এক আধিকারিক জানিয়েছেন তাঁদের দলের বিভিন্ন প্লেয়াররা আলাদা আলাদা ক্যাম্পে অংশ নেবেন, তবে ধোনি প্রথম থেকেই ক্যাম্পে অংশ নেবেন বলে জানিয়েছেন৷ তাঁরা জানিয়েছেন বায়ো বাবল রাখার বিষয়ে সবরকমের বন্দোবস্ত হচ্ছে৷ ২০২০ তে তাঁদের দলেই একমাত্র করোনা সংক্রমণ হয়েছিল৷ যাতে একাধিক সাপোর্ট স্টাফ ও শার্দুল ঠাকুর সহ একাধিক ক্রিকেটার করোনা সংক্রমিত হয়েছিলেন৷ CSK/Twitter)
advertisement
আইপিএল ২০২১ (IPL 2021)-র জন্য সিএসকে মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, কেএম আসিফ, দীপক চাহার, ডয়েন ব্র্যাভো, ফ্যাফ ডুপ্লেসি, ইমরান তাহির, এন জগদীশন , কর্ণ শর্মা, লুঙ্গি এনগিদি, মিশেল সেটনর, রবীন্দ্র জাদেজা, রতুরাজ গায়কোয়ড়, শার্দুল ঠাকুর, স্যাম কারান , কৃষ্ণাপ্পা গৌতম, জস হ্যাজেলউড, আর সাই কিশোর, রবিন উত্থাপ্পা, মইন আলি, চেতেশ্বর পূজারা, এম হরিশঙ্কর রেড্ডি, কে ভাগনাছ বর্মা, সি হরি নিশান্ত৷ (CSK/Twitter)
