প্রথম কয়েক সপ্তাহেই জমে উঠেছে আইপিএল। আরব আমিরশাহির মাটিতে ইতিমধ্যেই শুরু হয়েছে ছয়ের বর্ষা। তবে এই তালিকায় কোনও বিদেশি নন, এখনও পর্যন্ত শীর্ষে রয়েছেন এক তরুণ ভারতীয় ব্যাটসম্যান। মজার ব্যাপার তালিকার পরের তিনজনও তরুণ এবং ভারতীয় ব্যাটসম্যান তাঁরা। আসুন, দেখে নেওয়া যাক, এ পর্যন্ত সব চেয়ে বেশি ছক্কা মারার সুবাদে কারা রয়েছেন প্রথম পাঁচ ব্যাটসম্যানের তালিকায়। News 18
সঞ্জু স্যামসন- ২৫ বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটসম্যান চলতি আইপিএল-এ দুরন্ত ফর্মে রয়েছেন। প্রথম কয়েকটি ম্যাচে রাজস্থানকে জেতানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকাও নিয়েছিলেন সঞ্জু। প্রথম ম্যাচেই ৯টি ছয় মেরেছিলেন তিনি। তার পর পঞ্জাবের বিরুদ্ধে ৪২ বলে ৮৫ রানের ইনিংসে আরও সাতটি ছয় মারেন। সব মিলিয়ে এ পর্যন্ত সর্বোচ্চ ছয়ের তালিকায় রয়েছেন কেরলের এই ব্যাটসম্যান। Photo-IPL
কায়রন পোলার্ড- এক কথায় মুম্বই ইন্ডিয়ানসের পাওয়ার হাউজ এই ক্যারিবিয়ান অল রাউন্ডার। প্রথমে বেঙ্গালুরুর বিরুদ্ধে পাঁচটি ছয়, পরে পঞ্জাবের বিরুদ্ধে চারটি ছয় এবং শেষ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে তিনটি ছয়ের সুবাদে পোলার্ডের সংগ্রহে এখন ১২টি ছয়। তবে যে ফর্মে তিনি রয়েছেন, তাতে দ্রুতই আরও রেকর্ড গড়তে পারেন তিনি।Photo-IPL
ইশান কিশান- অনুর্ধ্ব ১৯ দলের এই প্রাক্তন খেলোয়াড় এ বার মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন। প্রথম দু'টি ম্যাচে প্লেয়িং ইলেভেনে জায়গা করতে পারেননি ইশান। তবে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ম্যাচেই নিজের ক্ষমতা দেখিয়ে দেন তিনি। ৫৮ বলে ৯৯ রানের সেই ইনিংসে নটি ছয় মারেন ইশান। এর পর পঞ্জাবের বিরুদ্ধে একটি ও হায়দরাবাদের বিরুদ্ধে আরও দুটি ছয় মারেন। হায়দরাবাদের বিরুদ্ধে সেই ম্যাচে ২৩ বলে ৩১ রান করেন তিনি। সব মিলিয়ে ইশানের সংগ্রহে আছে ১২টি ছয়।Photo-IPL
রাহুল তেওটিয়া- এ বারের আইপিএল-এ হরিয়ানার এই ক্রিকেটারের পারফরম্যান্স ইতিমধ্যেই নজর কেড়েছে। ২৭ বছর বয়সী রাজস্থান রয়্যালসের এই অলরাউন্ডার দিন কয়েক আগে এক ওভারে পাঁচটি ছয় মেরে দলকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন। রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ ম্যাচেও নিজের খাতায় আরও তিনটি ছয় যোগ করেছেন। সেদিন ১২ বলে ২৪ রান করেন তিনি। চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত রাহুলের সংগ্রহ ১১টি ছয়।Photo-IPL
ময়ঙ্ক আগরওয়াল- ঝুলিতে ১১টি ছয়। কিংস ইলেভেন পঞ্জাবের এই ওপেনারের পরিচিতি অবশ্য হার্ড হিটার হিসেবে নয়। তবে টপ অর্ডারে দলের হয়ে তাঁর পারফরম্যান্স বেশ ভালো। এর আগে দেশের হয়ে টেস্টে ওপেনিং করেছেন এই ব্যাটসম্যান। এ বার অধিনায়ক কে এল রাহুলকে যোগ্য সঙ্গত দিয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল-এর প্রথম শতরান করে ফেলেছেন। ৫০ বলে ১০৬ রানের সেই ইনিংসে সে দিন ৭টি ছয় মেরেছিলেন ময়ঙ্ক।Photo-IPL