চালের দানার থেকেও ছোট বিশ্বের সবচেয়ে ছোট কম্পিউটার, দেখুন ছবি

Last Updated:
1/5
বিশ্বের সবচেয়ে ছোট কম্পিউটার তৈরি করেছে আমেরিকার ইউনিভার্সিটি অফ মিশিগানের বিশেষজ্ঞরা।ডিভাইসটার সাইজ মাত্র ০.৩ মিমি লম্বা। চালের দানার থেকেও ছোট্ট কম্পিউটার! (Photo: University of Michigan Twitter)
বিশ্বের সবচেয়ে ছোট কম্পিউটার তৈরি করেছে আমেরিকার ইউনিভার্সিটি অফ মিশিগানের বিশেষজ্ঞরা।ডিভাইসটার সাইজ মাত্র ০.৩ মিমি লম্বা। চালের দানার থেকেও ছোট্ট কম্পিউটার! (Photo: University of Michigan Twitter)
advertisement
2/5
এর আকার এতোটাই ছোট যে, অনেকেই এটাকে কম্পিউটার হিসেবে স্বীকৃতি দেবে না। ডিভাইসটি বন্ধ করার সময় এটিতে থাকা সব তথ্য মুছে যায়।(Photo: University of Michigan)
এর আকার এতোটাই ছোট যে, অনেকেই এটাকে কম্পিউটার হিসেবে স্বীকৃতি দেবে না। ডিভাইসটি বন্ধ করার সময় এটিতে থাকা সব তথ্য মুছে যায়।(Photo: University of Michigan)
advertisement
3/5
ছোট এই কম্পিউটার সম্পর্কে মিশিগান বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডেভিড ব্লাউ বলেন, এটাকে কম্পিউটার বলা উচিত হবে কিনা সে সম্পর্কে নিশ্চিত নই আমরা।(Photo Collected)
ছোট এই কম্পিউটার সম্পর্কে মিশিগান বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডেভিড ব্লাউ বলেন, এটাকে কম্পিউটার বলা উচিত হবে কিনা সে সম্পর্কে নিশ্চিত নই আমরা।(Photo Collected)
advertisement
4/5
মূলত এটি অঙ্কোলজি রিসার্চের জন্য অত্যন্ত সাহায্যকারী একটি মাইক্রো ডিভাইস। এটি নির্দিষ্ট তাপমাত্রায় বা তাপমাত্রা বাড়িয়ে-কমিয়ে, শরীরের ভিতর পুশ করা যাবে।(Photo Collected)
মূলত এটি অঙ্কোলজি রিসার্চের জন্য অত্যন্ত সাহায্যকারী একটি মাইক্রো ডিভাইস। এটি নির্দিষ্ট তাপমাত্রায় বা তাপমাত্রা বাড়িয়ে-কমিয়ে, শরীরের ভিতর পুশ করা যাবে।(Photo Collected)
advertisement
5/5
ক্যানসারের বেষণায়ও এটা ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন এর নির্মাতারা।(Photo: University of Michigan)
ক্যানসারের বেষণায়ও এটা ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন এর নির্মাতারা।(Photo: University of Michigan)
advertisement
advertisement
advertisement