পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে বিপুল গুপ্তধন, জানেন কি তার ঠিকানা ?
Last Updated:
advertisement
advertisement
এর মূল্য প্রায় ৬৫০০ কোটি টাকা ৷ ঐতিহাসিকরা মনে করেন দক্ষিণ আমেরিকা থেকে হাজারো প্রমাণ মিলেছে যা জানান দিয়েছে সেখানে রুপোর ভাণ্ডার আছে ৷ ১৫৭২ স্পেনের সঙ্গে যুদ্ধের পরেই সোনা ও রুপোর বিপুল ভাণ্ডার কোথায় লুকিয়ে রাখা হয়েছে ৷ ব্রিটেনের এক গবেষক সংস্থার মতে ওই গুপ্তধনের মোট মূল্য ১০০ কোটি ডলার বা ৬৫০০ কোটি টাকা ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ত্রয়োদশ শতাব্দীতে ব্রিটেন গোটা পৃথিবী শাসন করেছে ৷ ১২১৬ সালে একটি যাত্রার রাজা একটি বড় গুপ্তধনের রাজাধানীতো পৌঁছনোর জন্য ছোট ও খানখন্দ, ডোবায় ভরা এলাকা দিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ৷ কোনও কারণে সেই গাড়ি বোঝাই গুপ্তধন ডুবে গিয়েছিল ৷ সেই গুপ্তধনের আজ কোনও খোঁজ নেই ৷ আনুমানিক ৭ কোটি টাকা মূল্যের গুপ্তধন আছে ৷ ছবি সংগৃহীত ৷