২০২০ সালে বিশ্বের সেরা ১০টি বিমানবন্দর কোনগুলি ? দেখে নিন র্যাঙ্ক তালিকা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Skytrax-এর বিচারে দেখে নিন সেরা ১০টি বিমানবন্দরের তালিকা ৷
২০২০ সালকে গোটা বিশ্ব চিরকাল মনে রাখবে শুধুমাত্র একটা মারণ ভাইরাসের জন্য ৷ যা গত কয়েক মাসে গোটা পৃথিবীকে করেছে অচল ৷ ব্যবসা-বাণিজ্যে তুমুল ক্ষতি, কর্মহীন হয়েছেন অসংখ্য মানুষ ৷ স্কুল-কলেজ বন্ধ ৷ অধিকাংশ অফিসের কাজ হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম ৷ কত কীই না দেখতে হল এই বছরে ৷ ২০২০ সালটা অত্যন্ত খারাপ বিমান পরিবহণ শিল্পের জন্যও ৷ প্রায় সব বিমানসংস্থাই তুমুল ক্ষতির সম্মুখীন হয়েছে ৷ বিমান চলাচলের সংখ্যা আগের তুলনায় এখন অর্ধেকেরও কম ৷ সিঙ্গাপুর এয়ারলাইন্সের মতো আরও একাধিক এয়ারলাইন্স রেকর্ড ক্ষতির সম্মুখীন হয়েছে ৷ তবে এসবের মধ্যেই প্রতি বছরের মতো এবছরও দেখে নেওয়া যাক, ২০২০ সালে Skytrax-এর বিচারে সেরা ১০টি বিমানবন্দর কোনগুলি ৷
advertisement
১. সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর: বছরের পর বছর ধরে এক নম্বর হওয়াটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট ৷ এই বিমানবন্দরের বিভিন্ন টার্মিনালে প্রবেশ করলে বোঝা মুশকিল, যে এটি বিমানবন্দর না শপিং মল না অন্য কিছু ৷ এত সুন্দর ডিজাইন ৷ এত বেশি সুযোগ-সুবিধাযুক্ত বিমানবন্দর গোটা বিশ্বে খুঁজে পাওয়া কঠিন ৷ বিশ্বের ২০০টি-রও বেশি জায়গার সঙ্গে কানেক্টেড সিঙ্গাপুর বিমানবন্দর ৷ অতিমারীর আগে এই বিমানবন্দরে বিমান ওঠানামা সপ্তাহে ৫০০০-র বেশি হয় ৷ ৮০টি-র বেশি আন্তর্জাতিক বিমানসংস্থা এখানে বিমান চালিয়ে থাকে ৷ তাই নিঃসন্দেহে বিশ্বের সেরা বিমানবন্দর চাঙ্গি বিমানবন্দর ৷
advertisement
advertisement
৩. দোহা বিমানবন্দর: দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবছর র্যাঙ্কিংয়ে একধাপ উপরে উঠে ৩ নম্বর স্থানে উঠে এসেছে ৷ মধ্য প্রাচ্যের দেশগুলির মধ্যে সেরা বিমানবন্দর হওয়ার পাশাপাশি বিশ্বের তৃতীয় সেরা বিমানবন্দর এখন দোহার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ৷ ডিজাইনের দিক এই বিমানবন্দর দুর্দান্ত ৷ ব্যবস্থাও অত্যন্ত বিলাসবহুল ৷ মধ্য প্রাচ্যের দেশগুলির মধ্যে সেরা বিমানবন্দর স্টাফের পুরস্কারও জিতেছে এই বিমানবন্দর ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement