World Most Unsafe City: বিশ্বের সবথেকে বিপজ্জনক শহরগুলির মধ্যে রয়েছে ভারতের এই দুটি গুরুত্বপূর্ণ শহরও!

Last Updated:
আপনি কতটা সুরক্ষিত (how much safe you are as citizen) এই শহরের বাসিন্দা হিসেবে, জেনে নিন...
1/10
১) প্রকাশিত হয়েছে বিশ্বের নিরাপদ ও বিপজ্জনক শহরের তালিকা৷ মূলত নিরাপদ শহরগুলি প্রথম বিশ্বের দেশগুলির মধ্যেই পড়ছে৷ অন্যদিকে বিপজ্জনক শহরগুলি রয়েছে ছড়িয়ে ছিটিয়ে৷ তার মধ্যে যেমন উঠে এসছে ভারতের দুটি শহরের নাম, তেমনই রয়েছে মধ্যে পাচ্যের শহরও৷ বিপজ্জনক শহরগুলির শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা৷ দেশের স্বাস্থ্য পরিষেবা, ডিজিটাল সুবিধা, পরিকাঠামো, পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থা সহ আরও ৭৬টি বিষয় বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে৷ যা প্রকাশিত হয়ে ছে সেফ সিটি ইনডেক্স ২০২১ হিসেবে৷
১) প্রকাশিত হয়েছে বিশ্বের নিরাপদ ও বিপজ্জনক শহরের তালিকা৷ মূলত নিরাপদ শহরগুলি প্রথম বিশ্বের দেশগুলির মধ্যেই পড়ছে৷ অন্যদিকে বিপজ্জনক শহরগুলি রয়েছে ছড়িয়ে ছিটিয়ে৷ তার মধ্যে যেমন উঠে এসছে ভারতের দুটি শহরের নাম, তেমনই রয়েছে মধ্যে পাচ্যের শহরও৷ বিপজ্জনক শহরগুলির শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা৷ দেশের স্বাস্থ্য পরিষেবা, ডিজিটাল সুবিধা, পরিকাঠামো, পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থা সহ আরও ৭৬টি বিষয় বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে৷ যা প্রকাশিত হয়ে ছে সেফ সিটি ইনডেক্স ২০২১ হিসেবে৷
advertisement
2/10
২) দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ও বৃহত্তম শহর জোহানসবর্গ৷ বিভিন্ন গুনগত মান বিচার করে একটি স্কোর কার্ড প্রকাশিত হয়েছে৷ যাতে জোহানসবর্গ পয়েছে ৫৬.২৷
২) দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ও বৃহত্তম শহর জোহানসবর্গ৷ বিভিন্ন গুনগত মান বিচার করে একটি স্কোর কার্ড প্রকাশিত হয়েছে৷ যাতে জোহানসবর্গ পয়েছে ৫৬.২৷
advertisement
3/10
৩) এরপরই নাম রয়েছে দেশের রাজধানী নয়াদিল্লির৷ স্কোর ৫৬.১৷ নিরাপত্তা কম এবং এর সঙ্গে জুড়েছে আরও সমস্যার কথাও৷
৩) এরপরই নাম রয়েছে দেশের রাজধানী নয়াদিল্লির৷ স্কোর ৫৬.১৷ নিরাপত্তা কম এবং এর সঙ্গে জুড়েছে আরও সমস্যার কথাও৷
advertisement
4/10
৪) চতুর্থ স্থানে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াধ৷ প্রাপ্ত নম্বর ৫৫.১৷
৪) চতুর্থ স্থানে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াধ৷ প্রাপ্ত নম্বর ৫৫.১৷
advertisement
5/10
৫) পঞ্চম স্থানে আবার রয়েছে দেশের বাণিজ্য নগরীর নাম৷ মুম্বই পয়েছে ৫৪.৪৷ অর্থাৎ শহর হিসেবে মুম্বই ও যে খুব উন্নতমানের না, তা এই সার্ভে থেকে স্পষ্ট৷
৫) পঞ্চম স্থানে আবার রয়েছে দেশের বাণিজ্য নগরীর নাম৷ মুম্বই পয়েছে ৫৪.৪৷ অর্থাৎ শহর হিসেবে মুম্বই ও যে খুব উন্নতমানের না, তা এই সার্ভে থেকে স্পষ্ট৷
advertisement
6/10
৬) এরপর রয়েছে ফিলিপিন্সের রাজধানী মানিলা৷ স্কোর ৫২.৫৷
৬) এরপর রয়েছে ফিলিপিন্সের রাজধানী মানিলা৷ স্কোর ৫২.৫৷
advertisement
7/10
৭) বিপজ্জনক শহর হিসেবে সপ্তম স্থানে রয়েছে বাকু৷ এই শহরের সংগ্রহ পয়েন্ট ৪৯.৮৷
৭) বিপজ্জনক শহর হিসেবে সপ্তম স্থানে রয়েছে বাকু৷ এই শহরের সংগ্রহ পয়েন্ট ৪৯.৮৷
advertisement
8/10
৮) এরপর আবারও মধ্য পাচ্যের এক শহর কুয়েত৷ তাদের সংগ্রহ পয়েন্ট ৪৯.৫৷
৮) এরপর আবারও মধ্য পাচ্যের এক শহর কুয়েত৷ তাদের সংগ্রহ পয়েন্ট ৪৯.৫৷
advertisement
9/10
৯) এরপর রয়েছে ভারতের পড়শি দেশ বাংলাদেশের রাজধানী ঢাকা৷ তাদের স্কোর ৪৮.৯৷
৯) এরপর রয়েছে ভারতের পড়শি দেশ বাংলাদেশের রাজধানী ঢাকা৷ তাদের স্কোর ৪৮.৯৷
advertisement
10/10
১০) অন্যান্য শহরগুলির মধ্যে রয়েছে কাসাব্লাঙ্কা, লাগোস, কায়রো, কারাকস, করাচি, রেঙ্গুন৷
১০) অন্যান্য শহরগুলির মধ্যে রয়েছে কাসাব্লাঙ্কা, লাগোস, কায়রো, কারাকস, করাচি, রেঙ্গুন৷
advertisement
advertisement
advertisement