• যখন প্রথম চিকিৎসকরা জ্যাগরিকে স্ক্রিনের উপর তুলে অ্যামি ও জ্যাককে দেখান, তখন প্রথমবার দেখেই অ্যামি বলেন ‘ব্লাডি হেল’ । কারণ প্রথম থেকেই তিনি জানতেন তাঁর সন্তান বেশ লম্বা-চাওড়া হবে । কারণ স্ক্যানে তেমনটাই দেখা গিয়েছিল । কিন্তু ভাবতে পারেননি জ্যাগরির আয়তন এত বড় হবে । প্রতীকী চিত্র ।