ছেলের স্পার্ম গর্ভে ধারণ করে ৬১ বছরে নিজের নাতনির জন্ম দিলেন ঠাকুমা!

Last Updated:
1/6
• সন্তান প্রতিপালনের বাসনা মানুষের মধ্যে প্রকৃতিগত ৷ সে তাঁর পরবর্তী প্রজন্মকে এই পৃথিবীতে আনতে চায়, তাঁকে সুরক্ষিত করে বড় করে তুলতে চায় ৷ নিজের জিন পৃথিবীতে বাঁচিয়ে রাখাই প্রতিটি জীবের প্রাথমিক বিশেষত্ব ৷
• সন্তান প্রতিপালনের বাসনা মানুষের মধ্যে প্রকৃতিগত ৷ সে তাঁর পরবর্তী প্রজন্মকে এই পৃথিবীতে আনতে চায়, তাঁকে সুরক্ষিত করে বড় করে তুলতে চায় ৷ নিজের জিন পৃথিবীতে বাঁচিয়ে রাখাই প্রতিটি জীবের প্রাথমিক বিশেষত্ব ৷
advertisement
2/6
• তেমনই নিজের সন্তান চেয়েছিলেন ম্যাথু এলিডজ ও ইলিয়ট ডউঘার্টি ৷ কিন্তু সন্তান জন্ম দিতে সক্ষম নন তাঁদের কেউই ৷ কারণ ম্যাথু ও ইলিয়ট দু’জন গে কাপল ৷ তাহলে তাঁদের সন্তাকে গর্ভে ধারণ করবেন কে?
• তেমনই নিজের সন্তান চেয়েছিলেন ম্যাথু এলিডজ ও ইলিয়ট ডউঘার্টি ৷ কিন্তু সন্তান জন্ম দিতে সক্ষম নন তাঁদের কেউই ৷ কারণ ম্যাথু ও ইলিয়ট দু’জন গে কাপল ৷ তাহলে তাঁদের সন্তাকে গর্ভে ধারণ করবেন কে?
advertisement
3/6
• ছেলের পরিবারকে বাঁচাতে এগিয়ে এলেন ম্যাথুর ৬১ বছরের মা ৷ অনেক পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেল তিনি সন্তানের জন্ম দিতে সক্ষম ৷
• ছেলের পরিবারকে বাঁচাতে এগিয়ে এলেন ম্যাথুর ৬১ বছরের মা ৷ অনেক পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেল তিনি সন্তানের জন্ম দিতে সক্ষম ৷
advertisement
4/6
• এরপরেই ম্যাথুর স্পার্ম ও ইলিয়টের বোন লিয়া রিবের ওভাম সংগ্রহ করে তা সরোগেট মায়ের শরীরে প্রতিস্থাপন করা হয় ৷
• এরপরেই ম্যাথুর স্পার্ম ও ইলিয়টের বোন লিয়া রিবের ওভাম সংগ্রহ করে তা সরোগেট মায়ের শরীরে প্রতিস্থাপন করা হয় ৷
advertisement
5/6
• শেষ পর্যন্ত সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা ৷
• শেষ পর্যন্ত সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা ৷
advertisement
6/6
• ম্যাথু আর ইলিয়টের সংসার এক পরিপূর্ণ ৷
• ম্যাথু আর ইলিয়টের সংসার এক পরিপূর্ণ ৷
advertisement
advertisement
advertisement