Hurricane Kirk: মহাসাগরে প্রবল ঝড়ের মেগা শক্তিবৃদ্ধি, ঝাঁপানোর দিন পিচ্ছোছে, ২৩৩ কিমি ঘণ্টায় ঝড়, অকাল তুষারপাত, প্রবল বৃষ্টির আশঙ্কা

Last Updated:
Hurricane Kirk: ন্যাশানাল হ্যারিকেন সেন্টার জনগণের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে৷ সেখানে বলা হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বায়ুর  গতি ১৪৫ মাইল প্রতি ঘণ্টা অর্থাৎ প্রায় ২৩৩ কিমি /ঘণ্টা গতিতে ঝাঁপিয়ে পড়বে৷
1/6
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল  এই উইকএন্ডেই চরম শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে হ্যারিকেন Kirk (ক্রিক)৷ কিন্তু মহাশক্তিশালী ক্যাটাগরি ৪ এই ঝড় আরও শক্তি বাড়াচ্ছে মহাসাগরের উপরে থেকে৷ এখনও অ্যাটলান্টিকের উপরেই রয়েছে এই দানবীয় ঝড়৷ Photo Courtesy- X Account 
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল  এই উইকএন্ডেই চরম শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে হ্যারিকেন Kirk (ক্রিক)৷ কিন্তু মহাশক্তিশালী ক্যাটাগরি ৪ এই ঝড় আরও শক্তি বাড়াচ্ছে মহাসাগরের উপরে থেকে৷ এখনও অ্যাটলান্টিকের উপরেই রয়েছে এই দানবীয় ঝড়৷ Photo Courtesy- X Account 
advertisement
2/6
ন্যাশানাল হ্যারিকেন সেন্টার জনগণের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে৷ সেখানে বলা হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বায়ুর  গতি ১৪৫ মাইল প্রতি ঘণ্টা অর্থাৎ প্রায় ২৩৩ কিমি /ঘণ্টা গতিতে ঝাঁপিয়ে পড়বে৷ Photo- NOAA
ন্যাশানাল হ্যারিকেন সেন্টার জনগণের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে৷ সেখানে বলা হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বায়ুর  গতি ১৪৫ মাইল প্রতি ঘণ্টা অর্থাৎ প্রায় ২৩৩ কিমি /ঘণ্টা গতিতে ঝাঁপিয়ে পড়বে৷ Photo- NOAA
advertisement
3/6
এই ঝড়কে ইতিমধ্যেই ক্যাটাগরি ৪ হ্যারিকেনের তকমা দেওয়া হয়েছে৷ আটলান্টিক মহাসাগরে তৈরি হওয়া এই মারাত্মক দানবীয় ঝড় এখনও যে গতিপথে যাবে বলে মনে করা হচ্ছে তাতে সেটার লক্ষ্য ব্রিটেন এবংউত্তর আয়ারল্যান্ড৷ Photo- Ventusky
এই ঝড়কে ইতিমধ্যেই ক্যাটাগরি ৪ হ্যারিকেনের তকমা দেওয়া হয়েছে৷ আটলান্টিক মহাসাগরে তৈরি হওয়া এই মারাত্মক দানবীয় ঝড় এখনও যে গতিপথে যাবে বলে মনে করা হচ্ছে তাতে সেটার লক্ষ্য ব্রিটেন এবংউত্তর আয়ারল্যান্ড৷ Photo- Ventusky
advertisement
4/6
এই ঘূর্ণিঝড়ের জেরে হঠাৎ করেই অকালে নেমে আসবে অসম্ভব খারাপ আবহাওয়ার কামড়৷ শীত আসার আগেই তুষারপাত এবং তার সঙ্গী হবে প্রবল ভারী বৃষ্টি৷
এই ঘূর্ণিঝড়ের জেরে হঠাৎ করেই অকালে নেমে আসবে অসম্ভব খারাপ আবহাওয়ার কামড়৷ শীত আসার আগেই তুষারপাত এবং তার সঙ্গী হবে প্রবল ভারী বৃষ্টি৷
advertisement
5/6
আবহাওয়া দফতর নিজেদের দীর্ঘমেয়াদী ওয়েদার ফোরকাস্টে জানিয়েছে ৮- ১৭ অক্টোবর আবহাওয়া বেশ খারাপ থাকবে ইউরোপের এই প্রান্তে৷ নিম্নচাপের কারণে হাওয়ার ঝাপটা, সঙ্গী হবে বৃষ্টি৷
আবহাওয়া দফতর নিজেদের দীর্ঘমেয়াদী ওয়েদার ফোরকাস্টে জানিয়েছে ৮- ১৭ অক্টোবর আবহাওয়া বেশ খারাপ থাকবে ইউরোপের এই প্রান্তে৷ নিম্নচাপের কারণে হাওয়ার ঝাপটা, সঙ্গী হবে বৃষ্টি৷
advertisement
6/6
Krik -র প্রভাবে স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে হঠাৎ করে দ্রুত ঠান্ডা নেমে আসবে৷ ঠান্ডা -বৃষ্টিতে নাজেহাল হবে জনজীবন, উঁচু এলাকায় রীতিমতো বরফ পড়বে৷
Krik -র প্রভাবে স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে হঠাৎ করে দ্রুত ঠান্ডা নেমে আসবে৷ ঠান্ডা -বৃষ্টিতে নাজেহাল হবে জনজীবন, উঁচু এলাকায় রীতিমতো বরফ পড়বে৷
advertisement
advertisement
advertisement