iPhone 17: পাকিস্তানে আই ফোনের দাম কত জানেন? শুনলে হা হয়ে যাবেন, ভারতের সঙ্গে দামের যা তফাত, বিশ্বাস হবে না

Last Updated:
iPhone Price in Pakistan- অনেকেই হয়তো জানেন, সব দেশে একই দামে বিক্রি হয় না আইফোন। এই যেমন ভারতের তুলনায় পাকিস্তানে দাম অনেকটাই বেশি? আইফোনের প্রতিটি মডেলের দাম আলাদা। আর পাকিস্তানে প্রতিটি মডেলের দামই অনেকটা বেশি।
1/7
৯ সেপ্টেম্বর ভারতের বাজারে এসেছে আইফোন ১৭ সিরিজ। অ্যাপ্‌ল একসঙ্গে চারটি নতুন মডেল বাজারে লঞ্চ করেছে। সারা বিশ্বের ৬৩টি দেশে এই সিরিজের আইফোন বিক্রি হচ্ছে। ভারত ছাড়াও পাকিস্তানেও লঞ্চ হয়েছে। এখন প্রশ্ন হল, পাকিস্তানে একটা আইফোন কিনতে কত খরচ করতে হবে? আর ভারতের তুলনায় পাকিস্তানে আই ফোনের দামের তফাত কতটা?
৯ সেপ্টেম্বর ভারতের বাজারে এসেছে আইফোন ১৭ সিরিজ। অ্যাপ্‌ল একসঙ্গে চারটি নতুন মডেল বাজারে লঞ্চ করেছে। সারা বিশ্বের ৬৩টি দেশে এই সিরিজের আইফোন বিক্রি হচ্ছে। ভারত ছাড়াও পাকিস্তানেও লঞ্চ হয়েছে। এখন প্রশ্ন হল, পাকিস্তানে একটা আইফোন কিনতে কত খরচ করতে হবে? আর ভারতের তুলনায় পাকিস্তানে আই ফোনের দামের তফাত কতটা?
advertisement
2/7
মার্কিন টেক জায়ান্ট অ্যাপল-এর আই ফোন নিয়ে সারা বিশ্বে উন্মাদনার শেষ নেই। প্রতিবার নতুন সিরিজে আই ফোনে থাকে কিছু চমক। এ বারও তার ব্যতিক্রম হয়নি। ফলে আই ফোন ১৭ নিয়ে উন্মাদনা তুঙ্গে।
মার্কিন টেক জায়ান্ট অ্যাপল-এর আই ফোন নিয়ে সারা বিশ্বে উন্মাদনার শেষ নেই। প্রতিবার নতুন সিরিজে আই ফোনে থাকে কিছু চমক। এ বারও তার ব্যতিক্রম হয়নি। ফলে আই ফোন ১৭ নিয়ে উন্মাদনা তুঙ্গে।
advertisement
3/7
অনেকেই হয়তো জানেন, সব দেশে একই দামে বিক্রি হয় না আইফোন। এই যেমন ভারতের তুলনায় পাকিস্তানে দাম অনেকটাই বেশি? আইফোনের প্রতিটি মডেলের দাম আলাদা। আর পাকিস্তানে প্রতিটি মডেলের দামই অনেকটা বেশি।
অনেকেই হয়তো জানেন, সব দেশে একই দামে বিক্রি হয় না আইফোন। এই যেমন ভারতের তুলনায় পাকিস্তানে দাম অনেকটাই বেশি? আইফোনের প্রতিটি মডেলের দাম আলাদা। আর পাকিস্তানে প্রতিটি মডেলের দামই অনেকটা বেশি।
advertisement
4/7
আই ফোন ১৭ সিরিজের আইফোন-১৭, আইফোন-১৭ এয়ার, আইফোন-১৭ প্রো এবং আইফোন-১৭ প্রো ম্যাক্স মডেল লঞ্চ হয়েছে। ভারতে ১৭ সিরিজের সাধারণ মডেল কিনতে হলে দিতে হবে ৮২,৯০০ টাকা। এই মডেলে ২৫৬ জিবি স্টোরেজ পাবেন গ্রাহকেরা। ৫১২ জিবির জন্য দিতে হবে ১,০২,৯০০ টাকা।
আই ফোন ১৭ সিরিজের আইফোন-১৭, আইফোন-১৭ এয়ার, আইফোন-১৭ প্রো এবং আইফোন-১৭ প্রো ম্যাক্স মডেল লঞ্চ হয়েছে। ভারতে ১৭ সিরিজের সাধারণ মডেল কিনতে হলে দিতে হবে ৮২,৯০০ টাকা। এই মডেলে ২৫৬ জিবি স্টোরেজ পাবেন গ্রাহকেরা। ৫১২ জিবির জন্য দিতে হবে ১,০২,৯০০ টাকা।
advertisement
5/7
পাকিস্তানে আইফোন ১৭-র সাধারণ মডেলের দাম ৩,৬৫,২৮০ পাকিস্তানি টাকা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১,১৩,৩৮৭ টাকা। সাধারণ মডেলের দামই সেখানে ভারতের তুলনায় ৩০,৪৮৭ টাকা বেশি।
পাকিস্তানে আইফোন ১৭-র সাধারণ মডেলের দাম ৩,৬৫,২৮০ পাকিস্তানি টাকা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১,১৩,৩৮৭ টাকা। সাধারণ মডেলের দামই সেখানে ভারতের তুলনায় ৩০,৪৮৭ টাকা বেশি।
advertisement
6/7
আই ফোন ১৭-র ৫১২ জিবি ফোনের পাকিস্তানে দাম -৪,৮০,০০০ পাকিস্তানি টাকা থেকে ৫,৫০,০০০ পাকিস্তানি টাকার মধ্যে। ভারতে এই মডেলের দাম ১,৪৯,২৩০ টাকা থেকে ১,৭১,০০০ টাকার মধ্যে।
আই ফোন ১৭-র ৫১২ জিবি ফোনের পাকিস্তানে দাম -৪,৮০,০০০ পাকিস্তানি টাকা থেকে ৫,৫০,০০০ পাকিস্তানি টাকার মধ্যে। ভারতে এই মডেলের দাম ১,৪৯,২৩০ টাকা থেকে ১,৭১,০০০ টাকার মধ্যে।
advertisement
7/7
ভারতে আইফোন ১৭ এয়ারের দাম ১,১৯,৯০০ টাকা (২৫৬ জিবি)। ৫১২ জিবির দাম ১,৩৯,৯০০ টাকা এবং এক টিবি স্টোরেজ-সহ দাম ১,৫৯,৯০০ টাকা। পাকিস্তানে আইফোন ১৭ এয়ারের দাম শুরু ৪,৮৩,৬৮০ পাকিস্তানি টাকা থেকে, ভারতীয় মুদ্রায় ১,৫০,৩৪১ টাকা।
ভারতে আইফোন ১৭ এয়ারের দাম ১,১৯,৯০০ টাকা (২৫৬ জিবি)। ৫১২ জিবির দাম ১,৩৯,৯০০ টাকা এবং এক টিবি স্টোরেজ-সহ দাম ১,৫৯,৯০০ টাকা। পাকিস্তানে আইফোন ১৭ এয়ারের দাম শুরু ৪,৮৩,৬৮০ পাকিস্তানি টাকা থেকে, ভারতীয় মুদ্রায় ১,৫০,৩৪১ টাকা।
advertisement
advertisement
advertisement