Beirut Blast: অ্যামোনিয়াম নাইট্রেট ও বাজির একসঙ্গে বিস্ফোরণেই কি এই ভয়াবহ ঘটনা বেইরুটে ?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে আশপাশে কোথাও বাজি মজুত রাখা ছিল বলে মনে করা হচ্ছে ৷
লেবাননে অশান্তি, বোমা বিস্ফোরণ কোনও নতুন ঘটনা নয় ৷ এর আগেও বহুবার এমন দৃশ্যে দেখেছে এই দেশ ৷ বহু মৃত্যুর সাক্ষী থেকেছে রাজধানী বেইরুট ৷ কিন্তু মঙ্গলবার শহরের বন্দর এলাকায় যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, তেমন বিস্ফোরণ আগে অনেকেই দেখেননি সে দেশে ৷ দীর্ঘ ১৫ বছরের গৃহযুদ্ধে যা দেখেনি লেবাননের রাজধানী ৷ সেটাই এবার দেখলেন বেইরুটের বাসিন্দারা ৷ Satellite Image
advertisement
advertisement
advertisement
প্রথমে সন্ত্রাসবাদী হামলার কথা মনে করা হলেও দেশের অভ্যন্তরীণ মন্ত্রী মহম্মদ ফাহমি আজ রাসায়নিক দুর্ঘটনার দিকে ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, বন্দর চত্বরের একটি গুদামঘরে প্রায় ২৭০০ কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট জমা করা ছিল ২০১৪ সাল থেকে। জর্জিয়া থেকে মোজাম্বিকগামী একটি জাহাজ আইনি জটিলতায় বেইরুট আটকে পড়েছিল, সেই জাহাজেই ছিল এত পরিমাণ রাসায়নিক। Photo Courtesy: Reuters
advertisement
advertisement