বেঙ্গালুরুতে বিয়ে, স্ত্রীর সম্পত্তি ৭ হাজার কোটির, সুনকের স্ত্রী ব্রিটেনের রানির থেকেও ধনী

Last Updated:
ঋষিই হতে চলেছে ব্রিটেনের ৫৭ তম প্রধানমন্ত্রী৷
1/8
 ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসার এখন নিশ্চিত ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনকের৷ আপাতত সকলেই জেনে গিয়েছেন, তাঁর একটি ভারতীয় যোগ রয়েছে৷ কারণ, তাঁরা স্ত্রী অক্ষতা মূর্তি যেমন একদিকে, তেমনই ঋষি আফ্রিকায় প্রবাসী এক পঞ্জাবি পরিবারের সন্তান৷
ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসার এখন নিশ্চিত ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনকের৷ আপাতত সকলেই জেনে গিয়েছেন, তাঁর একটি ভারতীয় যোগ রয়েছে৷ কারণ, তাঁরা স্ত্রী অক্ষতা মূর্তি যেমন একদিকে, তেমনই ঋষি আফ্রিকায় প্রবাসী এক পঞ্জাবি পরিবারের সন্তান৷
advertisement
2/8
সেই ঋষিই হতে চলেছে ব্রিটেনের ৫৭ তম প্রধানমন্ত্রী৷ বরিস জনসনের পদত্যাগের পর তিনি প্রধানমন্ত্রীর লড়াইয়ে নেমেছিলেন৷ কিন্তু লিজ ট্রসের কাছে পরাস্ত হন তিনি৷ তার পর লিজ ট্রস ৪৩ দিনের মাথায় পদত্যাগ করায় ফের সুযোগ আসে তাঁর কাছে৷
সেই ঋষিই হতে চলেছে ব্রিটেনের ৫৭ তম প্রধানমন্ত্রী৷ বরিস জনসনের পদত্যাগের পর তিনি প্রধানমন্ত্রীর লড়াইয়ে নেমেছিলেন৷ কিন্তু লিজ ট্রসের কাছে পরাস্ত হন তিনি৷ তার পর লিজ ট্রস ৪৩ দিনের মাথায় পদত্যাগ করায় ফের সুযোগ আসে তাঁর কাছে৷
advertisement
3/8
এই দ্বিতীয় সুযোগে আর তাঁকে পিছু হঠতে হয়নি৷ তিনিই হতে চলেছে ব্রিটেনের নবতন প্রধানমন্ত্রী৷ তবে তাঁর সম্পত্তির দিকে তাকালে অনেকেই অবাক হবেন৷  সুনকের স্ত্রীর বিষয়ে সবচেয়ে উল্লেখযোগ্য কিছু তথ্য রয়েছে৷
এই দ্বিতীয় সুযোগে আর তাঁকে পিছু হঠতে হয়নি৷ তিনিই হতে চলেছে ব্রিটেনের নবতন প্রধানমন্ত্রী৷ তবে তাঁর সম্পত্তির দিকে তাকালে অনেকেই অবাক হবেন৷ সুনকের স্ত্রীর বিষয়ে সবচেয়ে উল্লেখযোগ্য কিছু তথ্য রয়েছে৷
advertisement
4/8
 অক্ষতা মূর্তি, অর্থাৎ সুনকের স্ত্রী ভারতের আইটি বাণিজ্যের ধ্রুবতারা নারায়ণ মূর্তির মেয়ে৷ তিনি ক্যালিফোর্নিয়ার স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই আলাপ হয় দু’জনের৷ এর পর ২০০৯ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা৷
অক্ষতা মূর্তি, অর্থাৎ সুনকের স্ত্রী ভারতের আইটি বাণিজ্যের ধ্রুবতারা নারায়ণ মূর্তির মেয়ে৷ তিনি ক্যালিফোর্নিয়ার স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই আলাপ হয় দু’জনের৷ এর পর ২০০৯ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা৷
advertisement
5/8
সানডে টাইমস-সহ একাধিক পত্রিকা সুনকের স্ত্রী-এর যে সম্পত্তির হিসাব দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, ইনফোসিস সংস্থাতেই তাঁর অংশীদারিত্ব রয়েছে প্রায় সাড়ে ছ’হাজার কোটির৷ এ ছাড়াও পেশায় ফ্যাশান ডিজাইনার অক্ষতার সম্পত্তি রয়েছে৷
সানডে টাইমস-সহ একাধিক পত্রিকা সুনকের স্ত্রী-এর যে সম্পত্তির হিসাব দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, ইনফোসিস সংস্থাতেই তাঁর অংশীদারিত্ব রয়েছে প্রায় সাড়ে ছ’হাজার কোটির৷ এ ছাড়াও পেশায় ফ্যাশান ডিজাইনার অক্ষতার সম্পত্তি রয়েছে৷
advertisement
6/8
সব মিলিয়ে স্ত্রীয়ের সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাড়ে সাত হাজার কোটির কিছু বেশি৷ উল্টোদিকে ব্রিটেনের রানির সম্পত্তির পরিমাণ সাড়ে তিন হাজার কোটি টাকার মতো৷ যা অর্ধেকেরও কম৷
সব মিলিয়ে স্ত্রীয়ের সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাড়ে সাত হাজার কোটির কিছু বেশি৷ উল্টোদিকে ব্রিটেনের রানির সম্পত্তির পরিমাণ সাড়ে তিন হাজার কোটি টাকার মতো৷ যা অর্ধেকেরও কম৷
advertisement
7/8
 এর আগে ব্রিটেনের এক কর কেলেঙ্কারিতে নাম জড়ায় অক্ষতার৷ তিনি বৈদেশিক আয়ের ভিত্তিতে যথেষ্ট পরিমাণে কর দিচ্ছেন না বলে অভিযোগ ওঠে৷ যদিও সেই বিতর্ক মিটেও যায়৷ উল্লেখ্য, ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রীর বিয়ে নিয়েও আছে চমকপ্রদ তথ্য৷
এর আগে ব্রিটেনের এক কর কেলেঙ্কারিতে নাম জড়ায় অক্ষতার৷ তিনি বৈদেশিক আয়ের ভিত্তিতে যথেষ্ট পরিমাণে কর দিচ্ছেন না বলে অভিযোগ ওঠে৷ যদিও সেই বিতর্ক মিটেও যায়৷ উল্লেখ্য, ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রীর বিয়ে নিয়েও আছে চমকপ্রদ তথ্য৷
advertisement
8/8
ঋষির বিয়ের আসর বসেছিল ভারতেও৷ ২০০৯ সালে বেঙ্গালুরুতে অক্ষতা ও ঋষির বিয়ে হয়৷ সে দিক থেকে দেখতে গেলে ঋষি ভারতের জামাই৷ ২০১৫ সালে রাজনীতিতে প্রবেশের আগে অর্থনীতির পেশায় এক উল্লেখযোগ্য নামও ছিলেন তিনি৷
ঋষির বিয়ের আসর বসেছিল ভারতেও৷ ২০০৯ সালে বেঙ্গালুরুতে অক্ষতা ও ঋষির বিয়ে হয়৷ সে দিক থেকে দেখতে গেলে ঋষি ভারতের জামাই৷ ২০১৫ সালে রাজনীতিতে প্রবেশের আগে অর্থনীতির পেশায় এক উল্লেখযোগ্য নামও ছিলেন তিনি৷
advertisement
advertisement
advertisement