চমৎকার! শার্টের মধ্যে ছোট্ট AC মেশিন, শরীরকে ঠান্ডা রাখার নতুন ব্যবস্থা এবার বাজারে...

Last Updated:
গাড়ি বা ওয়াইন কুলার যেভাবে ঠাণ্ডা রাখা হয়, সেভাবেই কাজ করবে এই নতুন যন্ত্রটি৷
1/6
▪ গরম থেকে হাঁসফাঁসের দিন শেষ৷ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে নয়, এবার রোদেও নিজের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারবেন৷ এমনই ব্যবস্থা করল আন্তর্জাতিক ইলেক্ট্রনিক্স সংস্থা সোনি৷ বাজারে পোর্টেবল AC নিয়ে এল তারা! Photo Courtesy: YouTube
▪ গরম থেকে হাঁসফাঁসের দিন শেষ৷ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে নয়, এবার রোদেও নিজের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারবেন৷ এমনই ব্যবস্থা করল আন্তর্জাতিক ইলেক্ট্রনিক্স সংস্থা সোনি৷ বাজারে পোর্টেবল AC নিয়ে এল তারা! Photo Courtesy: YouTube
advertisement
2/6
▪ বিশ্বাস হচ্ছে না তো? তাহলে দেখুন ও জানুন কীভাবে কাজ করবে এই পোর্টেবল AC৷ এর নামকরণ হয়েছে রিয়ন পকেট (Reon Pocket). মোবাইল ফোনের থেকে ছোট ও হাল্কা৷ শার্টের নিচে পরতে হবে এই ছোট যন্ত্রটি৷ Photo Courtesy: YouTube
▪ বিশ্বাস হচ্ছে না তো? তাহলে দেখুন ও জানুন কীভাবে কাজ করবে এই পোর্টেবল AC৷ এর নামকরণ হয়েছে রিয়ন পকেট (Reon Pocket). মোবাইল ফোনের থেকে ছোট ও হাল্কা৷ শার্টের নিচে পরতে হবে এই ছোট যন্ত্রটি৷ Photo Courtesy: YouTube
advertisement
3/6
▪ এরজন্য থাকবে একটি স্পেশ্যাল আন্ডার শার্ট৷ তাতেই ঢুকিয়ে দিতে হবে যন্ত্র৷ ব্যাটারির দ্বারা চালিত হবে যন্ত্রটি যা ব্লুটুথের সাহায্যে আপনার ফোনের সঙ্গে কনেক্ট করা থাকবে৷ সেখান থেকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাবে৷ Photo Courtesy: YouTube
▪ এরজন্য থাকবে একটি স্পেশ্যাল আন্ডার শার্ট৷ তাতেই ঢুকিয়ে দিতে হবে যন্ত্র৷ ব্যাটারির দ্বারা চালিত হবে যন্ত্রটি যা ব্লুটুথের সাহায্যে আপনার ফোনের সঙ্গে কনেক্ট করা থাকবে৷ সেখান থেকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাবে৷ Photo Courtesy: YouTube
advertisement
4/6
▪ রিচার্জেবল ব্যাটারির সুবিধা থাকছে এই এসি মেশিনে৷ ২ ঘণ্টা চার্জ করলেই ৯০ মিনিট পর্যন্ত চলতে পারবে মেশিন৷ Photo Courtesy: YouTube
▪ রিচার্জেবল ব্যাটারির সুবিধা থাকছে এই এসি মেশিনে৷ ২ ঘণ্টা চার্জ করলেই ৯০ মিনিট পর্যন্ত চলতে পারবে মেশিন৷ Photo Courtesy: YouTube
advertisement
5/6
▪ গাড়ি বা ওয়াইন কুলার যেভাবে ঠাণ্ডা রাখা হয়, সেভাবেই কাজ করবে এই নতুন যন্ত্রটি৷ এমনই দাবি টোকিও-র এক সংস্থার৷ রিয়ন পকেট প্রোজক্টটি যদিও ক্রাউড ফান্ডিং-এর মাধ্যমে করছে সোনি৷ Photo Courtesy: YouTube
▪ গাড়ি বা ওয়াইন কুলার যেভাবে ঠাণ্ডা রাখা হয়, সেভাবেই কাজ করবে এই নতুন যন্ত্রটি৷ এমনই দাবি টোকিও-র এক সংস্থার৷ রিয়ন পকেট প্রোজক্টটি যদিও ক্রাউড ফান্ডিং-এর মাধ্যমে করছে সোনি৷ Photo Courtesy: YouTube
advertisement
6/6
▪ মোটের ওপর এই এসি যন্ত্রটি ও বিশেষ শার্টটির দাম ভারতীয় মুদ্রা অনুযায়ী ৮ হাজার ৯৯৩ টাকা৷ আন্ডার শার্টটি স্মল, মিডিয়াম ও লার্জ সাইজে পাওয়া যাবে৷ তবে এখনও পর্যন্ত শুধুমাত্র পুরুষদের জন্যই তৈরি হয়েছে৷ লিথিয়াম-ইয়ন ব্যাটারির মাধ্যমে চলবে ছোট্ট এসি৷ ধুলো, জল পড়লে চিন্তা নেই, মুছে নিলেই পরিষ্কার থাকবে ও ঠিকভাবে কাজ করবে ছোট্ট AC মেশিন! Photo Courtesy: YouTube
▪ মোটের ওপর এই এসি যন্ত্রটি ও বিশেষ শার্টটির দাম ভারতীয় মুদ্রা অনুযায়ী ৮ হাজার ৯৯৩ টাকা৷ আন্ডার শার্টটি স্মল, মিডিয়াম ও লার্জ সাইজে পাওয়া যাবে৷ তবে এখনও পর্যন্ত শুধুমাত্র পুরুষদের জন্যই তৈরি হয়েছে৷ লিথিয়াম-ইয়ন ব্যাটারির মাধ্যমে চলবে ছোট্ট এসি৷ ধুলো, জল পড়লে চিন্তা নেই, মুছে নিলেই পরিষ্কার থাকবে ও ঠিকভাবে কাজ করবে ছোট্ট AC মেশিন! Photo Courtesy: YouTube
advertisement
advertisement
advertisement