সম্প্রতি পাটনা থেকে দিল্লি-গামী ট্রেনে শুধুমাত্র গেঞ্জি ও জাঙ্গিয়া পরে ঘুরছিলেন বিহারের জেডিইউ বিধায়ক গোপাাল মণ্ডল। সেই ছবি শোরগোল ফেলেছিল সোশ্যাল মিডিয়ায়। এবার এক যুবতীর খোঁজ মিলল, যিনি কিনা কেবল বিকিনি আর মুখে মাস্ক পরেই চলে এলেন বিমানবন্দরে!
2/ 5
তবে, ঘটনাটি আমাদের দেশের নয়, ঘটেছে আমেরিকায়। তবে, কোন বিমানবন্দরে এই ঘটনাটি ঘটেছে, তা এখনও জানা যায়নি। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে, এক সোনালি চুলের যুবতী সবুজ রঙের বিকিনি পরে বিমানবন্দর চত্বরে হাঁটছেন। শরীরে আর পোশাক বলতে ছিল কেবল ফেস মাস্ক।
3/ 5
কাঁধে ছিল একটি ছোট ব্যাকপ্যাক, হাতে আর একটি ছোট ব্যাগ। বিকিনি পরা অবস্থাতেই বোডিং পাস দেখিয়ে হাঁটতে দেখা যায় তাঁকে। তবে, বিমানবন্দরের অন্য যাত্রীদের তাতে বিশেষ খেয়াল ছিল না।
4/ 5
ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট হওয়া মাত্রই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। ভিডিওটির উপরে ইংরাজিতে লেখা আছে, 'যখন আপনি দুপুরে পুল পার্টিতে অংশ নেন এবং বিকেল ৪টেয় স্পিরিট এয়ারলাইন্সের কোনও উড়ান ধরেন'।
5/ 5
জানা গিয়েছে, ওই মহিলা স্পিরিট এয়ারলাইন্সের বিমান ধরতে যাচ্ছিলেন। স্পিরিট এয়ারলাইন্স আমেরিকা ও ক্যারিবিয়ন দ্বীপপুঞ্জ এলাকার একটি বাজেট এয়ারলাইন্স।
সম্প্রতি পাটনা থেকে দিল্লি-গামী ট্রেনে শুধুমাত্র গেঞ্জি ও জাঙ্গিয়া পরে ঘুরছিলেন বিহারের জেডিইউ বিধায়ক গোপাাল মণ্ডল। সেই ছবি শোরগোল ফেলেছিল সোশ্যাল মিডিয়ায়। এবার এক যুবতীর খোঁজ মিলল, যিনি কিনা কেবল বিকিনি আর মুখে মাস্ক পরেই চলে এলেন বিমানবন্দরে!
তবে, ঘটনাটি আমাদের দেশের নয়, ঘটেছে আমেরিকায়। তবে, কোন বিমানবন্দরে এই ঘটনাটি ঘটেছে, তা এখনও জানা যায়নি। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে, এক সোনালি চুলের যুবতী সবুজ রঙের বিকিনি পরে বিমানবন্দর চত্বরে হাঁটছেন। শরীরে আর পোশাক বলতে ছিল কেবল ফেস মাস্ক।
কাঁধে ছিল একটি ছোট ব্যাকপ্যাক, হাতে আর একটি ছোট ব্যাগ। বিকিনি পরা অবস্থাতেই বোডিং পাস দেখিয়ে হাঁটতে দেখা যায় তাঁকে। তবে, বিমানবন্দরের অন্য যাত্রীদের তাতে বিশেষ খেয়াল ছিল না।
ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট হওয়া মাত্রই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। ভিডিওটির উপরে ইংরাজিতে লেখা আছে, 'যখন আপনি দুপুরে পুল পার্টিতে অংশ নেন এবং বিকেল ৪টেয় স্পিরিট এয়ারলাইন্সের কোনও উড়ান ধরেন'।