ফক্স নিউজ রাশিয়ার উপর বই লেখা দুই লেখক রেজিস জান্তে এবং মিখাইল রুবিনের সঙ্গে কথা বলে।দুজনেই বলেছেন, ২৯ মে ২০১৭-এ পুতিনের ফ্রান্স সফরের সময় এবং ২০১৯ সালের অক্টোবরে সৌদি আরব সফরের সময়ও এই ধরনের মলমূত্র সংগ্রহ করা হয়েছিল। পুতিন শুরু থেকেই এই প্রক্রিয়া অনুসরণ করে আসছেন বলে জানা গিয়েছে।