World's Most Expensive Poem: তিন কোটি টাকায় বিক্রি বুক ভাঙা কান্নার কবিতা, পাঁচ বছরেই ভেঙেছে প্রেম! এক হাজার শব্দে ফুটেছে উঠেছে যন্ত্রণা

Last Updated:
World's Most Expensive Poem|Viral News|Arch Hades Achadia poem sold by rupees 3 crore|Instagram Viral: জীবনের সমস্ত গল্প অল্প হলেও যন্ত্রণা বৃহৎ ভাবেই ফুটে উঠেছে
1/6
গ্ল্যামারাস ইনফ্লুয়েন্সার আর্ক হেডর্স প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পরে প্রেমের কবিতার মাধ্যমে তাঁর যন্ত্রণা ফুটিয়ে তুলছেন ৷ ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ মানুষ ফলো করতে পারেন ৷ এবার তাঁর এই দুঃখা সারা পৃথিবীতেই পরিচয় বহন করবে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
গ্ল্যামারাস ইনফ্লুয়েন্সার আর্ক হেডর্স প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পরে প্রেমের কবিতার মাধ্যমে তাঁর যন্ত্রণা ফুটিয়ে তুলছেন ৷ ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ মানুষ ফলো করতে পারেন ৷ এবার তাঁর এই দুঃখা সারা পৃথিবীতেই পরিচয় বহন করবে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
2/6
গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার বা গ্র্যামি পুরস্কার বিজয়ী সঙ্গীত পরিচালকের RAC কেনা কবিতার মাধ্যমে একটি দারুণ মুহূর্ত ক্রিয়েট করতে প্রস্তুত ৷ তার শিরোনম হবে আর্কাডিয়া ৷ আর্ক হেডস বিগত বেশ কিছু মাস ধরে জনপ্রিয়তা অর্জন করেছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার বা গ্র্যামি পুরস্কার বিজয়ী সঙ্গীত পরিচালকের RAC কেনা কবিতার মাধ্যমে একটি দারুণ মুহূর্ত ক্রিয়েট করতে প্রস্তুত ৷ তার শিরোনম হবে আর্কাডিয়া ৷ আর্ক হেডস বিগত বেশ কিছু মাস ধরে জনপ্রিয়তা অর্জন করেছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
3/6
আর্ক হেডস নিজের নামে কবিতা লেখেন না ৷ এটি তার ছদ্মনাম ৷ তাঁর কবিতায় হৃদয় ভাঙার যন্ত্রণা অনুভব করা যায় ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
আর্ক হেডস নিজের নামে কবিতা লেখেন না ৷ এটি তার ছদ্মনাম ৷ তাঁর কবিতায় হৃদয় ভাঙার যন্ত্রণা অনুভব করা যায় ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
4/6
এই কবিতায় চিন্তা, দুঃখ ও যন্ত্রণার বিস্তার রয়েছে একই সঙ্গে ৷ ১০২ লাইনের গদ্য ছন্দের কবিতা ৷ কবিতায় মোট শব্দ সংখ্যা ১,০০০টি ৷ ৩ কোটি ৮৯ লক্ষ টাকায় বিক্রি কবিতার বইয়ের প্রতিটি শব্দ কতখানি দামী ৷ আধুনিক জীবনের টানাপোড়েন, দৈনন্দিন জীবনের ঘনঘটা নির্ভর করেই সৃষ্ট ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
এই কবিতায় চিন্তা, দুঃখ ও যন্ত্রণার বিস্তার রয়েছে একই সঙ্গে ৷ ১০২ লাইনের গদ্য ছন্দের কবিতা ৷ কবিতায় মোট শব্দ সংখ্যা ১,০০০টি ৷ ৩ কোটি ৮৯ লক্ষ টাকায় বিক্রি কবিতার বইয়ের প্রতিটি শব্দ কতখানি দামী ৷ আধুনিক জীবনের টানাপোড়েন, দৈনন্দিন জীবনের ঘনঘটা নির্ভর করেই সৃষ্ট ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
5/6
কবিতা কেনার অর্থ কবিতার উপরে মালিকানা দাবি করতে পারেন ৷ পরবর্তীকালে বিক্রিও করতে পারেন ৷ এই কবিতা অবলম্বন করে ৯ মিনিটের একটি গ্রাফিক্স আর্ট ফিল্ম প্রস্তুত হবে ৷ এই ছবিতে সঙ্গীত দিয়ে সাজানো হয়েছে ৷ আর্কের বেশ কিছু কবিতাও এর আগে দারুণ বিক্রি হয়েছে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
কবিতা কেনার অর্থ কবিতার উপরে মালিকানা দাবি করতে পারেন ৷ পরবর্তীকালে বিক্রিও করতে পারেন ৷ এই কবিতা অবলম্বন করে ৯ মিনিটের একটি গ্রাফিক্স আর্ট ফিল্ম প্রস্তুত হবে ৷ এই ছবিতে সঙ্গীত দিয়ে সাজানো হয়েছে ৷ আর্কের বেশ কিছু কবিতাও এর আগে দারুণ বিক্রি হয়েছে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
6/6
জন্ম সূত্রে রাশিয়ান আর্কের পরিবার লন্ডনে বসবাস করতে শুরু করে পরবর্তীকালে ৷ তখন তাঁর বয়স হয়েছিল ৯ বছর ৷ তাঁর নামও পরিবর্তিত হয়েছিল ৷ ইংরেজিতে কথা বলা তাঁর পক্ষে অত্যন্ত কঠিন ব্যাপার ছিল ৷ স্কুলের দিনগুলিতে কবিতে লিখতে শুরু করেছিলেন আর্ক ৷ বিয়ের ৫ বছর পরে যখন বিবাহ বিচ্ছেদ হয় তখন থেকেই মনের সমস্ত ব্যাথা কবিতায় রূপান্তরিত হয় ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
জন্ম সূত্রে রাশিয়ান আর্কের পরিবার লন্ডনে বসবাস করতে শুরু করে পরবর্তীকালে ৷ তখন তাঁর বয়স হয়েছিল ৯ বছর ৷ তাঁর নামও পরিবর্তিত হয়েছিল ৷ ইংরেজিতে কথা বলা তাঁর পক্ষে অত্যন্ত কঠিন ব্যাপার ছিল ৷ স্কুলের দিনগুলিতে কবিতে লিখতে শুরু করেছিলেন আর্ক ৷ বিয়ের ৫ বছর পরে যখন বিবাহ বিচ্ছেদ হয় তখন থেকেই মনের সমস্ত ব্যাথা কবিতায় রূপান্তরিত হয় ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement