Vijay Mallya: বিজয় মালিয়াকে দেউলিয়া ঘোষণা করল লন্ডনের আদালত!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Vijay Mallya: সোমবার ‘স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’র নেতৃত্বে সরকারি ব্যাঙ্কগুলির করা মামলায় এই রায় দেয় আদালত। জুনেই লন্ডনে ক্লাবের বাইরে দেখা মেলে বিজয় মালিয়ার (Vijay Mallya)। ব্যয়বহুল ক্লাবের বাইরে দামি গাড়ির পাশে দেখা যায় তাঁকে।
advertisement
advertisement
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-সহ (State Bank of India) একাধিক ভারতীয় ব্যাঙ্ক থেকে প্রায় ৯ হাজার কোটি টাকার ঋণ নিয়ে ব্রিটেনে গা ঢাকা দিয়েছেন কিংফিশার (Kingfisher) এয়ারলাইন্সের কর্ণধার। ২০১৯ সালের ১৪ মে ইংল্যান্ডের আদালতে বিজয় মালিয়ার ভারতে প্রত্যার্পণ ঠেকানোর আরজি খারিজ হয়ে যায়। ইডি’র তরফে জানানো হয় খুব শিগগির বিজয় মালিয়াকে ইংল্যান্ড থেকে ভারতে প্রত্যার্পণ করা হবে।
advertisement
কিন্তু তারপর থেকে আইনি জটিলতা চলছেই। নিম্ন আদালতে পরাস্ত হওয়ার পর প্রত্যার্পণ ঠেকাতে ব্রিটেনের উচ্চ আদালতগুলিতে আবেদন করেন লিকার ব্যারন। কিন্তু সেখানেও তাঁকে পরাস্ত হতে হয়। ব্রিটেনের সুপ্রিম কোর্ট স্তরের আদালতেও প্রত্যার্পণ মামলায় পরাস্ত হয়েছেন মালিয়া। কিন্তু তারপরও তাঁকে ভারতের হাতে তুলে দেয়নি ব্রিটেন।
advertisement
উল্লেখ্য, আজও দেশে ফেরানো যায়নি তিন পলাতক শিল্পপতি বিজয় মালিয়া (Vijay Mallya) , মেহুল চোকসি (Mehul Choksi) ও নীরব মোদিকে (Nirav Modi)। তিনজনের কারণে সরকারি ব্যাংকগুলির ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২২ হাজার ৫০০ কোটি টাকারও বেশি। কয়েকদিন আগেই তিনজনের মোট ৯ হাজার ৩৭১ কোটি টাকা জমা পড়ল ব্যাংকে। এর মাধ্যমে আংশিক ক্ষতিপূরণ হবে ব্যাঙ্ক গুলির।