আয়ারল্যান্ডের সমুদ্রে রয়েছে ‘ইনিস বিয়েগ’ নামে ছোট্ট একটা দ্বীপ। এখানে বসবাসকারীরা কয়েক শতাব্দী ধরেই আয়ারল্যান্ডের মূলস্রোত থেকে নিজেদের বিচ্ছিন্ন করে রেখেছেন। সচেতনভাবে। তাঁদের ভাষা আইরিশ। জীবিকা মূলত চাষাবাদ, পশুপালন ও সমুদ্রে মাছ ধরা।
2/ 5
‘ইনিস বিয়েগ’ দ্বীপে বসবাসকারীরা যৌনতাকে ‘অশুভ’ বলে মানে। একমাত্র সন্তানের জন্যই যৌনমিলনে লিপ্ত হন স্বামী স্ত্রীরা।
3/ 5
স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে গেলেই 'ফুলস্টপ'! চিরজীবনের জন্য যৌনতাকে বিসর্জন দেন স্বামী-স্ত্রী।
4/ 5
এখানেই শেষ নয়! হস্তমৈথুন, পায়ুকাম, মুখমৈথুন ও সমকামিতা নিষিদ্ধ এই দ্বীপে। বিয়ের আগে যৌনতার কথা ভাবতেই পারে না কেউ।
5/ 5
সবচেয়ে আশ্চর্যের বিষয় হল বিবাহিত দম্পতিরা যৌনমিলনের সময়ও সম্পুর্ণ নগ্ন হন না। গাঢ় অন্ধকারে এবং পুরো পোষাক পরে, কেবলমাত্র যৌনাঙ্গ উন্মুক্ত রেখে সঙ্গম করাটাই এখানকার যৌনরীতী
Unusual Lovelife: গাঢ় অন্ধকারে, পুরো পোশাক পরে, কেবলমাত্র যৌনাঙ্গ উন্মুক্ত রেখে যৌনমিলন, এমনটাই যৌনরীতি এই অঞ্চলে
আয়ারল্যান্ডের সমুদ্রে রয়েছে ‘ইনিস বিয়েগ’ নামে ছোট্ট একটা দ্বীপ। এখানে বসবাসকারীরা কয়েক শতাব্দী ধরেই আয়ারল্যান্ডের মূলস্রোত থেকে নিজেদের বিচ্ছিন্ন করে রেখেছেন। সচেতনভাবে। তাঁদের ভাষা আইরিশ। জীবিকা মূলত চাষাবাদ, পশুপালন ও সমুদ্রে মাছ ধরা।
Unusual Lovelife: গাঢ় অন্ধকারে, পুরো পোশাক পরে, কেবলমাত্র যৌনাঙ্গ উন্মুক্ত রেখে যৌনমিলন, এমনটাই যৌনরীতি এই অঞ্চলে
সবচেয়ে আশ্চর্যের বিষয় হল বিবাহিত দম্পতিরা যৌনমিলনের সময়ও সম্পুর্ণ নগ্ন হন না। গাঢ় অন্ধকারে এবং পুরো পোষাক পরে, কেবলমাত্র যৌনাঙ্গ উন্মুক্ত রেখে সঙ্গম করাটাই এখানকার যৌনরীতী