আবার ধেয়ে আসছে ভয়ঙ্কর টাইফুন,৫ শহরে সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর

Last Updated:
1/6
সোমবারেই ফিলিপিনসের উপকূলে জারি হল অতিরিক্ত সতর্কবার্তা । কারণ? টাইফুন ইয়ুটু আছড়ে পড়তে পারে,এমনই জানিয়েছে সেই দেশের আবহাওয়া দফতর । প্রবল ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে হতে পারে ভূমিধ্বসও,জানিয়েছে আবহাওয়া দফতর । (প্রতীকী ছবি:সংগৃহীত)
সোমবারেই ফিলিপিনসের উপকূলে জারি হল অতিরিক্ত সতর্কবার্তা । কারণ? টাইফুন ইয়ুটু আছড়ে পড়তে পারে,এমনই জানিয়েছে সেই দেশের আবহাওয়া দফতর । প্রবল ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে হতে পারে ভূমিধ্বসও,জানিয়েছে আবহাওয়া দফতর । (প্রতীকী ছবি:সংগৃহীত)
advertisement
2/6
জানা গিয়েছে হাওয়ার গতিবেগ থাকতে পারে ১০৬ থেকে ১৩০ মাইল প্রতি ঘন্টা । রয়টার্সের খবর অনুযায়ী লুজোন অঞ্চলের নয়টি জায়গায় মূলত ফিলিপিনসের অধিকাংশ লোকজন বসবাস করেন সেখানে জারি করা হয়েছে রেড অ্যালার্ট । (প্রতীকী ছবি:সংগৃহীত)
জানা গিয়েছে হাওয়ার গতিবেগ থাকতে পারে ১০৬ থেকে ১৩০ মাইল প্রতি ঘন্টা । রয়টার্সের খবর অনুযায়ী লুজোন অঞ্চলের নয়টি জায়গায় মূলত ফিলিপিনসের অধিকাংশ লোকজন বসবাস করেন সেখানে জারি করা হয়েছে রেড অ্যালার্ট । (প্রতীকী ছবি:সংগৃহীত)
advertisement
3/6
আবহাওয়া দফতর জানিয়েছে ফিলিপিনসের উত্তরাঞ্চলেই প্রভাব পড়বে এই টাইফুনের । আগামী ২৪-৩৬ ঘন্টার মধ্যেই এর তাণ্ডব আরম্ভ হতে পারে । ইতিমধ্যেই সমুদ্র সং লগ্ন এলাকায় যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। মালবাহী জাহাজও অন্য পথে ঘুরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। (প্রতীকী ছবি:সংগৃহীত)
আবহাওয়া দফতর জানিয়েছে ফিলিপিনসের উত্তরাঞ্চলেই প্রভাব পড়বে এই টাইফুনের । আগামী ২৪-৩৬ ঘন্টার মধ্যেই এর তাণ্ডব আরম্ভ হতে পারে । ইতিমধ্যেই সমুদ্র সং লগ্ন এলাকায় যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। মালবাহী জাহাজও অন্য পথে ঘুরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। (প্রতীকী ছবি:সংগৃহীত)
advertisement
4/6
তবে রাজধানী ম্যানিলা শহর এর প্রকোপ থেকে বেঁচে যাবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। (প্রতীকী ছবি:সংগৃহীত)
তবে রাজধানী ম্যানিলা শহর এর প্রকোপ থেকে বেঁচে যাবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। (প্রতীকী ছবি:সংগৃহীত)
advertisement
5/6
স্থানীয় ভাষায় এই ঝড়ের নাম রোসিটা । ২৪ অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জে আছড়ে পড়েছিল এই টাইফুন কিন্তু তারপরই শক্তি হারিয়েছিল এই ঝড় । সাইপান ও টিনিয়ান প্রদেশে মূলত দাপট চালিয়েছিল এই ঝড় যাকে বিপর্যয়ের আখ্যা দিয়েছিল ট্রাম্প সরকার । (প্রতীকী ছবি:সংগৃহীত)
স্থানীয় ভাষায় এই ঝড়ের নাম রোসিটা । ২৪ অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জে আছড়ে পড়েছিল এই টাইফুন কিন্তু তারপরই শক্তি হারিয়েছিল এই ঝড় । সাইপান ও টিনিয়ান প্রদেশে মূলত দাপট চালিয়েছিল এই ঝড় যাকে বিপর্যয়ের আখ্যা দিয়েছিল ট্রাম্প সরকার । (প্রতীকী ছবি:সংগৃহীত)
advertisement
6/6
টাইফুন মাংকুটের ছয় সপ্তাহ পরেই ইয়ুটু আতঙ্কে ফিলিপিনস । এ বছর এটি হবে ফিলিপিনসের ১৮ তম টাইফুন । মাংকুটের জেরে দেশজুড়ে মারাত্মক ভূমিধ্বসের সৃষ্টি হয়েছিল ফলে ইয়ুটু ঘিরেও আতঙ্কে স্থানীয়রা । (প্রতীকী ছবি:সংগৃহীত)
টাইফুন মাংকুটের ছয় সপ্তাহ পরেই ইয়ুটু আতঙ্কে ফিলিপিনস । এ বছর এটি হবে ফিলিপিনসের ১৮ তম টাইফুন । মাংকুটের জেরে দেশজুড়ে মারাত্মক ভূমিধ্বসের সৃষ্টি হয়েছিল ফলে ইয়ুটু ঘিরেও আতঙ্কে স্থানীয়রা । (প্রতীকী ছবি:সংগৃহীত)
advertisement
advertisement
advertisement