Tsunami: জুলাই ৫, ধেয়ে আসছে ভয়ঙ্কর প্রলয়! সুনামিতে ধ্বংসের মুখে 'এই' সুপারপাওয়ার দেশ! পূর্বাভাস কে দিয়েছে জানেন, চমকে উঠবেন শুনে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Tsunami: তাঁর ভবিষ্যদ্বাণী, ২০২৫ সালের জুলাইয়ে জাপানে আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর এক সুনামি। তাঁর আঁকা দেখে জাপান–সহ এশিয়ার একাধিক দেশ কাঁপতে শুরু করেছে।
advertisement
তাঁর ভবিষ্যদ্বাণী, ২০২৫ সালের জুলাইয়ে জাপানে আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর এক সুনামি। তাঁর আঁকা দেখে জাপান–সহ এশিয়ার একাধিক দেশ কাঁপতে শুরু করেছে। আর তাঁর এই ভবিষ্যদ্বাণীর ফলে জুনের শেষ থেকে জুলাইয়ের প্রথম দিকে হংকং থেকে জাপানের বিমানের টিকিট বুকিং ৮৩ শতাংশ কমে গিয়েছে বলে দাবি। যদিও রিওর দাবি, তিনি নাকি কোনও ভবিষ্যদ্বাণী করেননি। যা স্বপ্ন দেখেছেন, তাই ছবিতে ফুটিয়ে তুলেছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের মতে, হংকং থেকে ফ্লাইট বুকিংগুলি গত বছরের একই সময়ের তুলনায় ৫০ শতাংশ কমে গিয়েছে। জুনের শেষ এবং জুলাইয়ের শুরুর মধ্যে ভ্রমণের জন্য সংরক্ষণগুলি আরও তীব্রভাবে ৮৩ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। তাতসুকির এই পূর্বাভাস জাপানের পর্যটন খাতে যে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে, তা বলাই বাহুল্য।
advertisement
advertisement
মিয়াগি প্রিফেকচারের গভর্নর ইয়োশিহিরো মুরাই বলেছেন, "যদি সামাজিক মাধ্যমে অ-বৈজ্ঞানিক গুজব পর্যটনে প্রভাব ফেলে তবে এটি একটি বড় সমস্যা হবে। উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই কারণ জাপানিরা বিদেশে পালিয়ে যাচ্ছে না। আমি আশা করি লোকেরা গুজব উপেক্ষা করবে এবং জাপানে আসবে।" যদিও জাপানি কর্মকর্তারা রিও তাতসুকির পূর্বাভাসগুলি ভিত্তিহীন হিসাবে খারিজ করেছেন, তবে তারা দেশের প্রকৃত ভূমিকম্পের ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন রয়েছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement