প্রবল শক্তি বাড়িয়ে হ্যারিকেনে পরিণত Isaias, করোনা আবহের মধ্য বিধ্বংসী ঝড়ের আতঙ্ক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
আতঙ্কের প্রহর গুনছেন আমেরিকার কয়েক কোটি মানুষ৷
advertisement
advertisement
advertisement
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফ্লোরিডা , নর্থ ক্যারোলিন ও সাউথ ক্যারোলিনের জন্য একাধিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে৷ তিনি জানিয়েছেন বিশেষজ্ঞদের দল গঠন করা হয়েছে যাতে প্রাকৃতিক দুর্যোগে -র ভয়াবহতা কম করা যায়৷ জর্জিয়া থেকে ম্যাসাচুসেটস প্রায় ১১.৩ কোটি মানুষকে প্রভাবিত করবে৷Photo- Twitter
advertisement
advertisement
এই ঝড় প্রাণহানি ঘটাতে পারে এমনটাই বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে৷ সতর্কবার্তায় জানানো হয়েছে ঝড়ের তীব্রতা মারাত্মক হবে তার সঙ্গে মাত্রাতরিক্ত জোয়ার থাকছে এই সময়ে৷ ফলে উপকূলবর্তী এলাকায় বেশ বিধ্বংসী প্রভাব দেখাবে এই হ্যারিকেন৷ কাছাকাছি এলাকা প্লাবিত হয়ে যাওয়ার পূর্বাভাসও জারি করা হয়েছে৷Photo- Twitter