হোম » ছবি » বিদেশ » আটলান্টিক সাগর থেকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিটা’! গতি হতে পারে ১৫০ কিমি
আটলান্টিক সাগর থেকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিটা’! গতি হতে পারে ১৫০ কিমি
Bangla Editor
1/ 5
• বুধবারের মধ্যে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় বিটা’র। তার আগে উপকূল জুড়ে শুরু হয়েছে ভয়ানক বৃষ্টি। সমুদ্রে ঢেউ উঠেছে প্রায় ৪ থেকে ৫ ফুট উঁচু। ভেসে যাচ্ছে শহর।
2/ 5
• টেক্সাস ও লিউসিনিয়ায় এই ঝড়ের প্রধান প্রভাব পড়তে পারে। মার্কিন উপকূল ভেসে যেতে পারে এই ধড়ের দাপটে। ইতিমধ্যে ঝড়ের দাপট এই এলাকার মানুষ বুঝতে শুরু করেছেন।
3/ 5
• বিশাল মাপের এই ঝড়ের কারণে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রভাব পড়তে পারে ১ কোটি মানুষের ওপর। সেই কারণে সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিতে শুরু করেছে। আমেরিকার হ্যারিকেন সেন্টারের পক্ষ থেকে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে।
4/ 5
• সেই হ্যারিকেন সেন্টারই জানিয়েছে, বিটা টেক্সাসের দক্ষিণ উপকূলে সোমবার আছড়ে পড়তে পারে। তার গতিবেগ থাকতে পারে ১৫০ কিলোমিটারের বেশি।
5/ 5
• এই দানবিক ঝড়ের প্রভাব থেকে বাঁচাতে ইতিমধ্যে অসংখ্য মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকদিন আগেই হ্যারিকেন লরা এই উপকূলেই আছড়ে পড়েছিল। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ধেয়ে আসছে নতুন ঝড়।