Titan Tourist Submersible: মহাসাগরে ভেঙে গুঁড়িয়ে গেল টাইটান! ৫ মৃতদেহের হদিশ কি আদৌ মিলবে? ফাঁস বড় তথ্য

Last Updated:
Titan Tourist Submersible: সমুদ্রের গভীরে ডুবোযানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছে। প্রশ্ন উঠছে, টাইটানের ভিতরে থাকা সেই পাঁচ ব্যক্তির মৃতদেহের হদিশও কি মিলবে?
1/5
টাইনিকের ধ্বংসস্তুপের খুব কাছেই ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল টাইটান। মনে করা হচ্ছে, জলস্তম্ভের প্রবল চাপ সামলাতে পারেনি সেই ডুবোযান। মুহূর্তেই দুমড়েমুচড়ে যায় সেটি। শেষ হয়ে যায় ভিতরে থাকা পাঁচ তরতাজা প্রাণ।
টাইনিকের ধ্বংসস্তুপের খুব কাছেই ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল টাইটান। মনে করা হচ্ছে, জলস্তম্ভের প্রবল চাপ সামলাতে পারেনি সেই ডুবোযান। মুহূর্তেই দুমড়েমুচড়ে যায় সেটি। শেষ হয়ে যায় ভিতরে থাকা পাঁচ তরতাজা প্রাণ।
advertisement
2/5
সমুদ্রের গভীরে ডুবোযানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছে। প্রশ্ন উঠছে, টাইটানের ভিতরে থাকা সেই পাঁচ ব্যক্তির মৃতদেহের হদিশও কি মিলবে? টাইটানিকের ধ্বংসস্তুপ থেকে ১৬০০ ফুট (৪৮০ মিটার) দূরে টাইটানের ধ্বংস হয়ে যাওয়া টাইটানের পাঁচটি অংশ পাওয়া গিয়েছে।
সমুদ্রের গভীরে ডুবোযানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছে। প্রশ্ন উঠছে, টাইটানের ভিতরে থাকা সেই পাঁচ ব্যক্তির মৃতদেহের হদিশও কি মিলবে? টাইটানিকের ধ্বংসস্তুপ থেকে ১৬০০ ফুট (৪৮০ মিটার) দূরে টাইটানের ধ্বংস হয়ে যাওয়া টাইটানের পাঁচটি অংশ পাওয়া গিয়েছে।
advertisement
3/5
সাবমার্সিবেল বিশেষজ্ঞ এবং একটি প্রাইভেট সাব কোম্পানির মালিক ওফার কেটার বিদেশি এক সংবাদমাধ্যমকে বলেন, টাইটানের যে চেম্বারে যাত্রীরা বসেছিলেন, কোনও ভাবেই সেটির জলস্তম্ভের প্রবল চাপ সহ্য করার ক্ষমতা বা সম্ভাবনা কোনওটাই নেই।
সাবমার্সিবেল বিশেষজ্ঞ এবং একটি প্রাইভেট সাব কোম্পানির মালিক ওফার কেটার বিদেশি এক সংবাদমাধ্যমকে বলেন, টাইটানের যে চেম্বারে যাত্রীরা বসেছিলেন, কোনও ভাবেই সেটির জলস্তম্ভের প্রবল চাপ সহ্য করার ক্ষমতা বা সম্ভাবনা কোনওটাই নেই।
advertisement
4/5
ডুবোযানের যে অংশগুলি টাইটানিয়াম বা স্টিলের তৈরি, শুধুমাত্র সেগুলিরই ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতিতে সমুদ্রের গভীরে মৃতদেহ খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
ডুবোযানের যে অংশগুলি টাইটানিয়াম বা স্টিলের তৈরি, শুধুমাত্র সেগুলিরই ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতিতে সমুদ্রের গভীরে মৃতদেহ খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
advertisement
5/5
তবে এখনও সমুদ্রের গভীরে খোঁজ চালানো হচ্ছে। মৃতদেহগুলি আদৌ খুঁজে পাওয়া যাবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু জানতে পারা যায়নি।
তবে এখনও সমুদ্রের গভীরে খোঁজ চালানো হচ্ছে। মৃতদেহগুলি আদৌ খুঁজে পাওয়া যাবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু জানতে পারা যায়নি।
advertisement
advertisement
advertisement