Sunset: অবাক লাগলেও সত্যি, পৃথিবীর এই সব অঞ্চলে সূর্যাস্ত প্রায় হয়ই না !

Last Updated:
Sunsets Don't Happen in These Places of Earth: এই দেশের এই অঞ্চলের মানুষরা সূর্যাস্ত কাকে বলে জানেনই না !
1/5
ছোটবেলায় স্কুলেই আমরা পড়ে থাকি যে সূর্য পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিমে অস্ত যায় ৷ কিন্তু বিশ্বের সব জায়গায় কি ঠিক এমনটাই ঘটে ? গোটা বিশ্বে অবাক করার মতো জায়গা বা ঘটনার অভাব নেই ৷ একনজরে সেই সমস্ত জায়গাগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক যেখানে সূর্যাস্ত হয় না ৷ হ্যাঁ, অবাক লাগলেও সত্যি ৷ এই সব জায়গাগুলিতে দিনে ২০-২৪ ঘণ্টা দিনের আলো থাকে ৷ (Image: Shutterstock)
ছোটবেলায় স্কুলেই আমরা পড়ে থাকি যে সূর্য পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিমে অস্ত যায় ৷ কিন্তু বিশ্বের সব জায়গায় কি ঠিক এমনটাই ঘটে ? গোটা বিশ্বে অবাক করার মতো জায়গা বা ঘটনার অভাব নেই ৷ একনজরে সেই সমস্ত জায়গাগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক যেখানে সূর্যাস্ত হয় না ৷ হ্যাঁ, অবাক লাগলেও সত্যি ৷ এই সব জায়গাগুলিতে দিনে ২০-২৪ ঘণ্টা দিনের আলো থাকে ৷ (Image: Shutterstock)
advertisement
2/5
হ্যামারফেস্ট ও ভলবার্ড, নরওয়ে (HAMMERFEST & SVALBARD, NORWAY)- সুমেরু বৃত্ত বা আর্কটিক সার্কলে এই অঞ্চলে এমনটাই লক্ষ্য করা যায় ৷ নরওয়ের একেবারে উত্তরে রয়েছে হ্যামারফেস্ট শহর ৷ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেই স্থান পেয়েছে এটি ৷ এর পাশাপাশি SVALBARD-এ বছরে ১০ এপ্রিল থেকে ২৩ অগাস্ট পর্যন্ত সবসময়ে সূর্যের আলো থাকে ৷ (Image: Shutterstock)
হ্যামারফেস্ট ও ভলবার্ড, নরওয়ে (HAMMERFEST & SVALBARD, NORWAY)- সুমেরু বৃত্ত বা আর্কটিক সার্কলে এই অঞ্চলে এমনটাই লক্ষ্য করা যায় ৷ নরওয়ের একেবারে উত্তরে রয়েছে হ্যামারফেস্ট শহর ৷ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেই স্থান পেয়েছে এটি ৷ এর পাশাপাশি SVALBARD-এ বছরে ১০ এপ্রিল থেকে ২৩ অগাস্ট পর্যন্ত সবসময়ে সূর্যের আলো থাকে ৷ (Image: Shutterstock)
advertisement
3/5
 আইসল্যান্ড- ব্রিটেনের পরে ইউরোপের সবচেয়ে বড় দ্বীপ আইসল্যান্ড ৷ বছরের একটা বিশেষ সময়ে অরোরা দেখতে পাওয়া যায় আইসল্যান্ডের প্রায় সব অঞ্চল থেকেই ৷ (Image: Shutterstock)
আইসল্যান্ড- ব্রিটেনের পরে ইউরোপের সবচেয়ে বড় দ্বীপ আইসল্যান্ড ৷ বছরের একটা বিশেষ সময়ে অরোরা দেখতে পাওয়া যায় আইসল্যান্ডের প্রায় সব অঞ্চল থেকেই ৷ (Image: Shutterstock)
advertisement
4/5
ইউকোন, কানাডা- গ্রীষ্মকালে টানা ৫০ দিন কানাডার এই অঞ্চলে সূর্যাস্ত হয় না ৷ ছবির মতো সুন্দর এই অঞ্চলে পর্যটকরাও ভিড় জমান ৷ (Image: Shutterstock)
ইউকোন, কানাডা- গ্রীষ্মকালে টানা ৫০ দিন কানাডার এই অঞ্চলে সূর্যাস্ত হয় না ৷ ছবির মতো সুন্দর এই অঞ্চলে পর্যটকরাও ভিড় জমান ৷ (Image: Shutterstock)
advertisement
5/5
 কিরুনা, সুইডেন- সুইডেনের একেবারে উত্তরে রয়েছে এই শহর ৷ জনসংখ্যা মাত্র ১৯০০০ ৷ বছরের ১০০ দিনেরও বেশি সময় ধরে এখানে সবসময়ে সূর্যের আলো থাকে ৷ অর্থাৎ সূর্যাস্ত হয় না ৷ (Image: Shutterstock)
কিরুনা, সুইডেন- সুইডেনের একেবারে উত্তরে রয়েছে এই শহর ৷ জনসংখ্যা মাত্র ১৯০০০ ৷ বছরের ১০০ দিনেরও বেশি সময় ধরে এখানে সবসময়ে সূর্যের আলো থাকে ৷ অর্থাৎ সূর্যাস্ত হয় না ৷ (Image: Shutterstock)
advertisement
advertisement
advertisement